কলকাতাঃ ২০০ টাকা করে কমছে রান্নার গ্যাসের দাম। একই সঙ্গে উজ্জ্বলা যোজনার ভর্তুকিও ২০০ টাকা থেকে বেড়ে এক লাগে হয়েছে ৪০০ টাকা। এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আলোচনা হয় ভর্তুকি বৃদ্ধির বিষয়টি নিয়ে। এ প্রসঙ্গে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সব উপভোক্তার জন্য এল পি জি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। রাখী উৎসবের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্তমানে কলকাতায় LPG গ্যাসের দাম ১১২৯ টাকা। এবার সেই দাম কমে হবে ৯২৯ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে LPG সিলিন্ডার। ভর্তুকির টাকা সরাসরি ট্রান্সফার হবে ভোক্তার ব্যাংক অ্য়াকাউন্টে। উজ্জ্বলা যোজনায় সারা বছর মোট ১২টি গ্যাস সিলিন্ডার ভর্তুকি মূল্যে পান উপভোক্তারা। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুক্তি মূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে।