The Indian Chronicles অনন্যা সম্মান ২০২৩ এ মনোনীত হলেন শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র। তার প্রতিষ্ঠান Anabacus আজ ছাত্রছাত্রীদের গানিতিক শিক্ষায় মেধা বিস্তারের সাথে সাথে বাঙালি যুব সমাজ কে ব্যবসায় উৎসাহিত করছে।
বাংলাতে একটা প্রবাদ আছে, “বানিজ্যে বসতি লক্ষী” কিন্তু এই কথাটাই আজ প্রায় বিলুপ্ত বা মুখে বললেও আদোপে এই কথাটাই আজ বাঙালি বিশ্বাস করতে চায়না। বিহার, উত্তর প্রদেশ থেকে আসা অবাঙালি পান বিড়ির আর ইস্ত্রির দোকান রাই এখন আমাদের কাছে সফল ব্যবসায়ীর এক সফল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাদের কে দেখিয়েই বাড়ির বড় থেকে শুরু করে বাঙালি যুব সমাজের আলোচ্য বিষয় হয় দেখো কেমন নিজের দেশ ছেড়ে এসে এখানে ব্যবসা করছে! আর আজ এটাই সত্যি হয়ে আমাদের পাড়ার ব্যবসায়ী সমিতি থেকে দূর্গা পুজোর কমিটির শীর্ষে এই অবাঙালিদেরই রাজত্ব। আর বাঙালি যুব সমাজ শিক্ষা শেষ করেই অন্য রাজ্যে বা বিদেশে ছোটে চাকরির জন্য। চাকরির দায় দায়িত্ব নিতে গিয়ে শেষ পর্যন্ত বাড়িতে রেখে আসা বৃদ্ধ বাবা মার শেষকৃত্য সম্পন্ন করাটাও হয়ে ওঠে না। আসলে ব্যবসা করার কথা ভাবলেই, পারিপার্শ্বিক উৎসাহ দাতার থেকে নিরুৎসাহিত করার লোক অনেক বেশী। প্রশ্ন তোলেন অনেক কিছু নিয়েই। ব্যবসার পুঁজি কোথায়? জায়গা কোথায়? যদি লোকসান হয় তাহলে কি হবে?…. আর শেষে…. এক মেয়ে বা এক মহিলা ব্যাবসায়ে উদ্যোগী হলে কম গঞ্জনা শুনতে হয়না।
আবার অন্যদিকে সাম্প্রতিক কালের করোনা পরিস্থিতি বাংলা তথা বিশ্বের বানিজ্যিক দুনিয়াকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তারপরেও কিছু মানুষ নতুন করে, নতুন উদ্যমে শুরু করেছেন তাদের বানিজ্যিক প্রতিষ্ঠান। আসলে ব্যবসা করতে সবার আগে যেটা প্রয়োজন সেটা হল সাহস আর বুদ্ধি। তারপর আসে পুঁজি বা বিনিয়োগ করার অর্থ। ঠিক সেই সাহস আর বুদ্ধি নিয়েই, শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র খুব ছোট করে শুরু করেছিলেন তার প্রতিষ্ঠান Anabacus, যা আজ শহর কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ও দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে।
বিয়ের পর চাকরী জীবন শেষ করে স্বামী শ্যামাপদ সাহু-র উৎসাহ নিয়ে শুরু করার পরেই এই প্রতিষ্টান কে আরো এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগে যোগাদান করেন শ্রীমতী সুস্মিতা রায় ও হিল্লোল রায়।
আপনারাও চাইলে শ্রীমতী অনন্যা দাস মহাপাত্রের এই উদ্যোগে নিজেকে সামিল করতেই পারেন। Anabacus এর ফেসবুক পেজ লিঙ্ক : https://www.facebook.com/profile.php?id=61550195483056&mibextid=ZbWKwL
ফোন নম্বর – 9831008195 / 9038966885 / 7980823729
শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র ও Anabacus গর্বিত করেছেন আপামোর বাঙালি ও নারী সমাজ কে। দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস আয়োজিত অনন্যা সম্মান ২০২৩ সম্মানে মনোনীত হয়েছেন শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র। খুব তাড়াতাড়ি আমরা তার হাতে এই সম্মান তুলেদিতে চলেছি। তার এই উদ্যোগ কে আমরা কুর্নিশ জানাই। অনেক অনেক শুভেচ্ছা রইলো Anabacus এর জন্য। আর আপনাদের জন্য রইলো শ্রীমতী অন্যনা দাস মহাপাত্র ও Anabacus সম্পর্কিত একটি ভিডিও।