বিশ্বকর্মা পুজো মানেই উমা বরণের দিন গোনা শুরু। এদিন আকাশ জুরে থাকে ঘুড়ির মেলা। কিন্তু, এদিন বিশ্বকর্মা তো ‘ইঞ্জিনিয়র’-দের দেবতা। তাঁর পুজোয় ঘুড়ি ওড়ে কেন?
দেবতাদের যে কোনও রকম কারিগরি সাহায্যের দরকার পড়লেই, তারা বিশ্বকর্মার শরণাপন্ন হন। কথিত আছে, এই বিশ্বকর্মাই দেবতাদের উড়ন্ত রথ তৈরি করেছিলেন। আর সেই ঘটনাকে স্বরণ করেই এদিন ঘুড়ি ওড়ানো হয়। যদিও সেই তথ্যের কোনও প্রমাণ নেই।
বাংলায় ঘুড়ি ওড়ানোর র প্রচলন ১৮৫০ সাল থেকে। শুরুতে ঘুড়ি ওড়ানো রাজাদের খেলা হলেও, পরে তা সবার মধ্যে ছড়িয়ে পরে। তখনকার দিনেও পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বজ্ঞা, ময়ূরপঙ্খী-এমন হরেক ঘুড়িতে সেজে উঠত পুজোর দিনের আকাশ।