Home » Asia Cup: ফাইনালে আজ রোহিতদের চিন্তা সেই মিডল অর্ডার, পাঁচ বছর পর কী আজ কাপ আসবে ঘরে?

Asia Cup: ফাইনালে আজ রোহিতদের চিন্তা সেই মিডল অর্ডার, পাঁচ বছর পর কী আজ কাপ আসবে ঘরে?

২০১৮-এ শেষবার। এশিয়া কাপ এসেছিল ভারতের জিম্মায়। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়া এই টুর্নামেন্টে সুপার ফোর থেকেই বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে। তবে এবার তীরে এসে তরী ডোবেনি। আজ এশিয়া কাপ ফাইনাল। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা।

গত বছর সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ভারতের স্বপ্নভঙ্গ করেছিল। তবে এবছর রোহিত, রাহুল, বিরাটরা, বুমরারা ছিলেন দারুন ফর্মে। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কিছুটা তাল কাটলেও, আজকের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞ মহল।

তবে বাংলাদেশের বিরুদ্ধে হার স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডারের ভারসাম্যহীনতা নিয়ে। ফের ব্যর্থ সূর্যকুমার যাদব। ঈশান কিষাণ, কে এল রাহুলও রান পাননি আগের ম্যাচে। বিশ্বকাপের আগে মাথা ব্যথা কমল না দ্রাবিড় ও তাঁর টিম ম্য়ানেজমেন্টের। তবে বুমরা, সিরাজ, শামিদের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দেবে বলে ধারণা করছে বিশেষজ্ঞ মহল। ইতিপূর্বে, ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ ম্যাচ খেলে ৯৭টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত।

এই অবধি ভারত মোট ৮ বার টি-টোয়েন্টি ফাইনালে ৫বার জয় লাভ করেছে। সেই সংখ্যা কী আরও এক দফা বাড়িয়ে দেবে রোহিত বাহিনী?

এ প্রসঙ্গে বলা যায়, ফাইনালের আগেই ভারতীয় দল বড়-সড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্পি থেকে বাঁচতে দ্রুত ক্রিজে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কব্জিতে চোট ভারতীয় স্পিনার। তারপর শ্রীলঙ্কার এক ক্রিকেটারের থ্রো করা বলেও হাতে চোট পান। শেষের দিকে মাঠে খোঁড়াতেও দেখা যায় অক্ষরকে। শনিবার রাতের দিকে ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছেন অক্ষর। তিনি ফাইনালে খেলতে পারবেন না। বদলে মাঠে নামবেন ওয়াশিংটন সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!