Home » বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক

বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক

বর্তমানে রাজ‍্য রাজনীতি বহুবার উত্তপ্ত হয়েছে গরুপাচারের অভিযোগ নিয়ে। এবং এই বেআইনি গরুপাচারের অভিযোগ এসেছে রাজ‍্য সরকারের বা রাজ‍্যের শাষক দলের নেতার ওপরেই। আয় বহির্ভূত সম্পত্তি ও এই গরুপাচারের অভিযোগে কেন্দ্রীয় তদন্দকারী দলের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃনমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল এবং বর্তমানে তিহাড় জেলে বিচারাধীন হয়েরয়েছেন। কিন্তু গরুপাচার বন্ধ হয়নি।

বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক করলেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সদলবলে অভিযান চালিয়ে এই গরুগুলি বাংলাদেশে পাচারের হাত থেকে আটকে দিলেন৷

জানা গেছে, ভারত-বাংলা সীমান্ত ঘেঁষা পশ্চিম ছেড়ুলবাগ এলাকা থেকে এই গরুগুলি জব্দ করা হয়েছে৷ একইসঙ্গে হাইল্লাবাজারের জমির আলি ও দক্ষিণবন্দের সাইদুল হুসেন নামের ২ পাচারকারীকে আটক করেছেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দে৷

এখানে উল্লেখ করা যেতে পারে নিশিকান্ত দে গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জের দায়িত্ব নেওয়ার পর চোরাচালান কিংবা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!