লোকসভায় আবারও ঘটে গেল দুঃসাহসিক ঘটনা। লোকসভা ভবনের সরক্ষা বলয় কে বুড়ো আঙুল দেখিয়ে শীতকালীন অধিবেশন কক্ষে প্রবেশ করে গেছিল দুই অপরিচিত। সভা চলাকালীন হঠাৎ করেই তাদের মধ্যে একজন লাফিয়ে উঠে পড়ে বেঞ্চের ওপর। যা দেখে সভায় উপস্থিত হকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রথমে হতবাক হয়েযান তার পরেই ওই অপরিচিত ব্যাক্তিকে দেখা যায় একটি টিয়ার গ্যাস জাতীয় বস্তু নিক্ষেপ করতে যা বিস্ফোরণ হবার পরে হলুদ রঙের ধোঁয়া নির্গত হতে থাকে।
আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সভায় উপস্থিত সকল সদস্যরা। তাদের মধ্যে কিছু সদস্য ওই ব্যাক্তিকে নিরস্ত্র করার বা ধরার চেষ্টা করেন।
এর পরেই অধিবেশন দ্রুত স্থগিত করা হয়। লোকসভা ককথেকে বেরিয়ে আসেন সকলেই। তবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তাদের প্রতিক্রিয়ায় প্রশ্ন তুলেছেন অতীতে লোকসভা আক্রান্ত হবার ঘটনা ঘটার পরেও, সুরক্ষা বলয় কে বোকা বানিয়ে কি ভাবে দুই অপরিচিত লোকসভা ভবনে প্রবেশ করলো?