Home » রেলওয়ে কর্মচারীদের পেনশন বণ্টনের জন্য আরবিআই এর অনুমোদন পেল বন্ধন ব্যাংক

রেলওয়ে কর্মচারীদের পেনশন বণ্টনের জন্য আরবিআই এর অনুমোদন পেল বন্ধন ব্যাংক

সর্বভারতীয় ব্যাংক- বন্ধন ব্যাংক আজ ঘোষণা করেছে যে, ভারতীয় রেল মন্ত্রকের তরফে, ই-পিপিও পরিষেবার মাধ্যমে পেনশন বণ্টনের জন্য তারা আরবিআই এর অনুমোদন পেয়েছে। ভারতীয় রেল দেশের সর্ববৃহৎ নিয়োগকর্তা এবং এই মুহূর্তে 12 lakhs এর বেশি মানুষ ভারতীয় রেলে কর্মরত। সেই সূত্রে, বন্ধন ব্যাংক খুব শীঘ্রই ভারতীয় রেল মন্ত্রকের পেনশন বণ্টনের প্রক্রিয়ায় মিশে যেতে চলেছে।

এই অনুমোদনের ফলে, বন্ধন ব্যাংক ভারতীয় রেল মন্ত্রকের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বণ্টন করতে সমর্থ হবে। এর ফলে বন্ধন ব্যাংক এর ক্ষেত্রে, 17 টি রেলওয়ে জোন এবং 8 টি উৎপাদন ক্ষেত্রের অন্তর্গত বার্ষিক গড় 50,000 অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সাথে যোগসূত্রের সুযোগ পাবে।

রেলওয়ে কর্মচারীদের পেনশন বণ্টনের জন্য আরবিআই এর অনুমোদন পেল বন্ধন ব্যাংক

এর ফলস্বরূপ, বন্ধন ব্যাংক এর বর্তমান ও নতুন গ্রাহকগণ বিশ্বমানের ব্যাঙ্কিং পরিষেবা, আকর্ষক ও প্রতিযোগিতামূলক সুদের হার ও বর্ষীয়ান নাগরিকদের জন্য বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন। পেনশনভোগীরাও বন্ধন ব্যাংকের 1640 টি শাখা এবং অত্যাধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত হতে পারবেন।

রেলওয়ে কর্মচারীদের পেনশন বণ্টনের জন্য আরবিআই এর অনুমোদন পেল বন্ধন ব্যাংক

দেবরাজ সাহা, হেড- গভর্নমেন্ট বিজনেস, বন্ধন ব্যাংক, জানান, “ভারতীয় রেল দেশের অন্যতম এবং সর্ববৃহৎ নিয়োগকর্তা। রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বণ্টন সংক্রান্ত অনুমোদনের ফলে আমরা তাদের সেরা প্রোডাক্ট এবং পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি। এরফলে রেলওয়ের পেনশনভোগী মানুষরাও বন্ধন ব্যাংক এর আকর্ষক ও প্রতিযোগিতামূলক সুদের হারের সুবিধে নিতে পারবেন। এই দ্বায়িত্ব, ভারতবর্ষের অর্থ মন্ত্রক, রেলওয়ে এবং আরবিআই এর বন্ধন ব্যাংকের পরিষেবার উপর আস্থার পরিচায়ক।

রেলওয়ে কর্মচারীদের পেনশন বণ্টনের জন্য আরবিআই এর অনুমোদন পেল বন্ধন ব্যাংক

এই নতুন অনুমোদন আমাদের, ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দেওয়ার ও তাদের আর্থিক উন্নতির এই মহান কর্মযজ্ঞে এক বিশেষ ভূমিকা নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা এখন অবসপ্রাপ্ত কর্মচারীদের আরও উন্নত পরিষেবা দিতে বদ্ধ পরিকর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!