আজ সকাল ১২.০৮ নাগাদ বর্ধমান রেল স্টেশনের ২ ও ৩ প্ল্যাটফর্মে অবস্থিত জলের ট্যাঙ্কের একটি দেওয়াল হঠাৎ করেই ভেঙে পড়ে। ঘটনায় আহত হন বেশ কিছু যাত্রী যারা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিলেন। ঘটনার সাথে সাথেই যাত্রী সুরক্ষার স্বার্থে ১,২ ও ৩ নম্বর লাইনের রেল চলাচল স্থগিত রাখা হয়।
রেলের আধিকারিক ও সুরক্ষা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধারকার্য শুরু করেন। দূর্ঘটনাস্থলে পৌঁছে যায় বিশেষ অ্যাম্বুলেন্স সহ চিকিৎসক দল এবং তারা আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তির ব্যাবস্থা করেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেগেছেন হাওড়া রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার।
১২:২৫ নাগাদ পুনরায় ১ নম্বর লাইনের রেল চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। আপাতত ১ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।। এবং হাওড়া স্টেশনে একটি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে যার নম্বর ০৩৩-২৬৪০২২৪২ (BSNL ) ও ২২৯৩৩ ( Railway )