১৫ই আগস্ট , আমাদের দেশের স্বাধীনতা দিবস সারম্বরে পালিত হয়। এবার আমাদের দেশ ভারত বর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যোগে এবং আবেদনে গোটা আগস্ট মাস জুড়েই এবার প্রতিটা বাড়ি, প্রতিটা সংস্থাতেই পালিত হবে ”আজাদি কা অমৃত মহোৎসব” আর তাই দেশের প্রতিটা ঘরে, কলোনি তে , এলাকায় , রাজ্যে , বেসরকারী ও সরকারী অফিসে প্রায় সব জায়গায় শুরু হয়ে গেছে নিজেদের মত করে ।
এবার এখানেও পিছিয়ে নেই All India Bikers Community । আজ তারা প্রায় ২০০ টি বাইক নিয়ে তাদের একটি বিশেষ রুট বা পথ তারা পরিভ্রমণ করবেন, কিন্তু এই একসাথে ২০০ টি বাইক পথে নামলে যাতে শব্দ দূষণ না হয় , বা অন্যান্য ভাবে দূষণ না ছড়ায় সেই সব দিক বিবেচনা করে তারা তাদের প্রতিটি বাইকের দূষণ মুক্ত করে তার সার্টিফিকেট কোড়ীয়েছেন তার সাথে ২০০ টি বাইকেই থাকবে ভারতের জাতীয় পতাকা। এর সাথে সাথেই তারা ভারতের জাতীয় পতাকা নিয়ে বা তার সম্মান ও নিয়মাবলী নিয়ে সচেতনটা তৈরি করার চেষ্টা করবেন।
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা ৭৫টি বৃক্ষ রোপণ কর্মসূচীও নিয়েছেন । কেন তারা এই জাতীয় উদ্যোগ নিলেন জানিয়েছেন আমাদের । আপনাদের জন্য রইলো সেই ভিডিও