বাংলা সিনেমার বর্তমান যে কি অবস্থা তা এখন আমাদের সকলের জানা।। কাজ তো সেই অর্থে হচ্ছেই না বরং বলা ভালো কাজের থেকে বিতর্ক হয় বেশী। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে বাক বিতন্ডায় শেষ হয় কিন্তু ভালো কাজ হয়না। যেটুকু হয় সেটুকু খাজনার থেকে বাজনা বেশী।
কিন্তু এসবের মাঝেই উধাও “আদর”।। সামাজিক মাধ্যমে কিছুদিন আগে পর্যন্ত বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছিল অংশুমান চট্টোপাধ্যায় প্রযোজিত ও অংশুমান চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা ছবি “আদর”। ৬৬,৭৩,৪২৮.৪৬ লক্ষ টাকার বিনিয়োগে “আদর” এর শুটিং শেষ হয়েছে।। তারপর থেকেই বাংলার দর্শক ছিলেন “আদর” এর অপেক্ষায় কিন্তু কোথায় সেই “আদর”??? টলিপাড়ার গুন গুন গুঞ্জন প্রশ্ন তুলছে তবে কি টলিউডে আবারও প্রতারণার শিকার প্রযোজক???
বাংলা সিনেমায় এখন প্রযোজকের অভাব। কেউই সহজে বাংলা চলচ্চিত্রে বিনিয়োগ করতে আগ্রহী হননা, হয়তো এই সব কারণেই। কারণ কেউই চাইবেন না তার কষ্টার্জিত অর্থ বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গিয়ে নিজের পায়েই কুড়ুল মারতে।।
এভাবেই কি শেষ হয়ে যাবে বাংলা সিনেমার গৌরব?? এই প্রশ্ন টা থেকেই গেলো।।