এই সপ্তাহে স্টার জলসা তে, ড্যান্স ড্যান্স জুনিয়র -সিজন ৩ এ দেখতে পাবেন পাবেন একটি আগমনী স্পেশাল এপিসোড । অথিতি হিসাবে থাকবেন বাংলার অন্যতম বিখ্যাত অভিনেতা প্রসেঞ্জিত চট্টোপাধ্যায় ।
আগামী ২৫ শে সেপ্টেম্বর ড্যান্স ড্যান্স জুনিয়র -সিজন ৩ এ দেব ও প্রসেঞ্জিত একসাথে ঢাক বাজিয়ে শুরু করবেন এই স্পেশাল আগমনী এপিসোড। এছারাও সাথে থাকবেন ড্যান্স ড্যান্স জুনিয়র -সিজন ৩ এর অনান্য বিচারক রুক্মিণী , মনামি । ক্যাপ্টেন ত্রিনা ও দিপান্বিতার নাচের সাথে এই আনন্দ উতসব কে আহ্বান করা হবে ।
প্রসেঞ্জিত চট্টোপাধ্যায় কে দেখা যাবে কথাকলির সাথে তাঁর জীবনের অন্যতম বিখ্যাত গান ”চিরদিনই তুমি যে আমার” সাথে পারফর্ম করতে।
তাই কোন ভাবেই এই এপিসোড মিস করলে চলবে না । চোখ রাখুন স্টার জলসা চ্যানেলে ।