শুনে ছিলাম চার্জে ফোন দিলে বাস্ট হয় বা আগুন ধরে, শান্তিপুর গ্রামের বাসিন্দা কার্তিক দাসের পকেটে ফোন থাকে অবস্থায় হঠাৎই আগুন ধরে যায় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর গ্রামে যুবক কার্তিক দাসের প্যান্টের পকেটে ফোন থাকা অবস্থায় হঠাতই ফোনে আগুন ধরে যায় আর ফলে যুবক গুরুতর আহত। বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর গ্রাম জুড়ে।

ভারতীয় রাজনীতি
রাজ্য বিধানসভায় পাশ ‘অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল’, কেন্দ্র এখনও চুপ! কসবা-কাণ্ডে ফের উঠে এল দিল্লির নীরবতা নিয়ে প্রশ্ন
রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪’-এ ধর্ষণের কঠোরতম শাস্তির বিধান থাকা সত্ত্বেও কেন্দ্র এখনও সম্মতি দেয়নি। কসবা ধর্ষণ-কাণ্ড ফের প্রমাণ করে দিল, এই বিলকে দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তা কতটা! রাজনৈতিক প্রতিহিংসা নয়, অপরাধ দমনে যুক্তরাষ্ট্রীয় সহমর্মিতা এখন সময়ের দাবি।