Home » ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’ তারই পাশে রক্তাক্ত ছুড়ি… মুক্তি পেল ” রবীন্দ্র কাব্য রহস্য” – এর প্রথম পোস্টার

‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’ তারই পাশে রক্তাক্ত ছুড়ি… মুক্তি পেল ” রবীন্দ্র কাব্য রহস্য” – এর প্রথম পোস্টার

স্বর্ণালী পাত্র, কলকাতা: রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এলো সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’ – এর পোস্টার। প্রায় বছর চার পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কোন এক গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায় কে দেখা যাবে বলেও জানা গিয়েছে।

নামের মতোই ছবির পোস্টারটিও রহস্যে মোড়া।যাতে কবি গুরু রবীন্দ্রনাথের ছোট্ট অবয়বের ওপরে দেখা যাচ্ছে ‘গীতাঞ্জলি’ , ‘সঞ্চয়িতা’ এবং রয়েছে নোবেল পুরস্কারও। তবে তার সাথেই দেখা যাচ্ছে একটি রক্তাক্ত ছুরি। পোস্টার দেখেই বোঝা যায় এই ছবিটি হতে চলেছে থ্রিলার ঘরানার। মূলত অভিক এবং হিয়া চরিত্র দুটিকে কেন্দ্র করেই ছবিটি আবর্তিত হবে। কেন্দ্রীয় চরিত্র অভিক ওরফে ঋত্বিক চক্রবর্তীকে ছবিতে একজন কবিতা লেখকের পাশাপাশি রহস্য সন্ধানীর ভূমিকায় দেখা যাবে। যিনি লন্ডনে যান একটি সিরিয়াল কিলিং এর মামলার তদন্ত করতে। সেখানেই তার দেখা হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়া ওরফে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সাথে। তবে কি শো করতে এসে খুনের মামলায় জড়িয়ে পড়েন হিয়া? উত্তর মিলবে ‘ রবীন্দ্র কাব্য রহস্য ‘ – এ।

নামের মতোই ছবির পোস্টারটিও রহস্যে মোড়া।যাতে কবি গুরু রবীন্দ্রনাথের ছোট্ট অবয়বের ওপরে দেখা যাচ্ছে 'গীতাঞ্জলি' , 'সঞ্চয়িতা' এবং রয়েছে নোবেল পুরস্কারও। তবে তার সাথেই দেখা যাচ্ছে একটি রক্তাক্ত ছুরি। পোস্টার দেখেই বোঝা যায় এই ছবিটি হতে চলেছে থ্রিলার ঘরানার। মূলত অভিক এবং হিয়া চরিত্র দুটিকে কেন্দ্র করেই ছবিটি আবর্তিত হবে। কেন্দ্রীয় চরিত্র অভিক ওরফে ঋত্বিক চক্রবর্তীকে ছবিতে একজন কবিতা লেখকের পাশাপাশি রহস্য সন্ধানীর ভূমিকায় দেখা যাবে। যিনি লন্ডনে যান একটি সিরিয়াল কিলিং এর মামলার তদন্ত করতে। সেখানেই তার দেখা হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়া ওরফে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সাথে। তবে কি শো করতে এসে খুনের মামলায় জড়িয়ে পড়েন হিয়া? উত্তর মিলবে ' রবীন্দ্র কাব্য রহস্য ' - এ।

১৯৮৮ সালে ধনুকা পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এসকে মুভিজ একের পর এক সিনেমা আমাদের উপহার দিয়ে গেছে। এই বছরও এসকে মুভিজের প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘আরো এক পৃথিবী ‘ এবং ‘ঘরে ফেরার গান’ । এইবার তারই প্রযোজনায় মুক্তি পাবে “রবীন্দ্র কাব্য রহস্য”। ছবির মুক্তির তারিখ এখনো জানা যায়নি। তবে সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র, কাহিনী ,চিত্রনাট্য ও সংলাপ – এর দায়িত্ব সামলেছেন সৌগত বসু। ছবির প্রসঙ্গে সায়ন্তন ঘোষাল জানিয়েছেন, ” রবীন্দ্র কাব্য রহস্য ছবিটি তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়া এবং তার লন্ডনে থাকার সময় বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করেই।”

এই ছবি ছাড়াও সায়ন্তন ঘোষালের হাতে এই মুহূর্তে রয়েছে আরও বেশ কিছু কাজ। ১৯শে মেয়ে গরমের ছুটিতে মুক্তি পেতে চলেছে তারই ছবি “টেনিদা”। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক এবং গৌরব চক্রবর্তী। এছাড়াও ১২ই মে থেকে হইচইতে স্ট্রিমিং করবে তার মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ “হোম স্টে মার্ডারস”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!