শোভন মল্লিক , কলকাতা: গতকাল আমরা আবারো উপস্থিত ছিলাম ফাটাফাটি ছবির প্রমোশনে। উইন্ডোজ এবং সানরাইজের উদ্যোগে একটি জমজমাট সন্ধ্যা আয়োজিত হয়েছিল্য। শুধু যে প্রমোশন এমনটা নয়, তার সঙ্গে ছিল সানরাইজ অনন্যা। যেখানে ফুল্লোরার চরিত্রের মতো বাস্তবের হাজারো নারীর জীবনের গল্প উঠে এসেছে। প্রতিটা নারী যে অনন্যা সেটারই উদযাপন হয়েছে গতকাল।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.11.51-1-768x1024.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.12.04-768x1024.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.13.43-576x1024.jpeg)
সেখানে উপস্থিত ছিলেন সানরাইজে এক অন্যতম কর্ণধার । সঙ্গে ছিলেন রিতাভরী চক্রবর্তী ,শিব প্রসাদ মুখার্জী, জিনিয়া সেন, দেবশ্রী গাঙ্গুলী, অরিত্র মুখার্জি । সেখানে তাদের ছবির নানা বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.13.26-1024x768.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.13.40-1024x576.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.14.20-1024x576.jpeg)
তার সঙ্গে সমাজে এই ছবির প্রভাব যে পড়তে শুরু করেছে সেটাও বলেছেন তারা। তারা সকলেই আশাবাদী উইন্ডোজের রসগোল্লা, মুখার্জি দার বউ ,ব্রহ্মা জানেন গোপন কম্মটি , বাবা বেবিও, পোস্ত এই সকল সিনেমাগুলোর মত এটাও সফলতা পাবেই। সমাজ পরিবর্তণের দেশলাই তারা ধরিয়ছে এরপর ধাউ ধাউ করে আগুন জ্জ্বালাবে সমাজের লোকেরা।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/IMG-20230511-WA0045-768x1024.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.14.40-1024x576.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-11-at-22.27.54-1024x768.jpeg)
যেমন করে ব্রহ্মা জানেন গোপন কম্মটি সিনেমার পর আমরা সকলেই দেশ-বিদেশে মহিলা পুরোহিতের পুজো দেখেছি । অনুষ্ঠানের শেষের পর্যায়ে সানরাইজ অনন্যা দের সম্মানীত করা হয়েছে । যারা কিনা বাস্তবের ফুল্লরা । যারা সকলের নিজের জীবন যুদ্ধে নিজেরা জয়ী ।
আজ থেকে শুরু আমার আপনার জীবনের গল্প ফাটাফাটি। সকলের নিকটবর্তী সিনেমা হলে। এই সিনেমাটিকে দর্শক অনেক ভালোবাসা দেবে এবং মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে এটাই আশা করছে প্রতিটা কলাকুশলী।