Home » কলকাতা পুলিশের উদ্যোগে ‘তেজস্বিনী’ আবার…

কলকাতা পুলিশের উদ্যোগে ‘তেজস্বিনী’ আবার…

স্বর্ণালী পাত্র, কলকাতা: বিগত বছর গুলির মতো আবারও কলকাতা পুলিশের হাত ধরে ফিরে আসছে ‘তেজস্বিনী’ । আজ থেকে অর্থাৎ ১১মে থেকে জোর কদমে তা শুরু হয়ে গেছে, চলবে ২১মে পর্যন্ত।

‘তেজস্বিনী’ হলো কলকাতা পুলিশের উদ্যোগে নিখরচায় মহিলাদের আত্মরক্ষার একটি প্রশিক্ষণকর্মশালা। রাস্তাঘাটে, বাসে ট্রামে, মাঝেমধ্যেই অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাত এর শিকার হতে হয় অনেক মহিলাকে। এরকম কোন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হলে মহিলারা যাতে প্রাথমিক আত্মরক্ষা করতে পারেন, সেই জন্যই কলকাতা পুলিশের উদ্যোগ ”তেজস্বিনী”।

এটি ‘তেজস্বিনী’ – এর অষ্টম অধিবেশন। বিগত বছর গুলিতেও “তেজস্বিনী” অভূতপূর্ব সাড়া পেয়েছিল। তাই এই বছরও কলকাতা পুলিশের ‘ কমিউনিটি পুলিশ ‘ শাঁখার উদ্যোগে শুরু হল দশ দিনের এই কর্মশালা। ১১ মে থেকে ২২ মে রোজ সকাল আটটা থেকে ১০ টা পর্যন্ত পুলিশ অ্যাথলেটিক ক্লাব , পিএসি টেন্টে ( ইস্টবেঙ্গল মাঠের উল্টো দিকে) আয়োজিত হয়েছে এই ক্যাম্প।

১২ থেকে ৪৫ বছরের মধ্যে যাদের বয়স, সেইসব মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়ার জন্য থাকবেন বিশেষজ্ঞ ট্রেনাররা। দশদিনের এই কর্মশালাটি হবে সম্পূর্ণ বিনামূল্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!