শোভন মল্লিক , কলকাতা: ১৩ বছর পর সলমনের আগমন তিলোত্তমায়। শুক্রবার মধ্যরাতেই মুম্বাই থেকে বিমানের মাধ্যমে কলকাতায় পৌঁছান ভাইজান। তার আসার কথা শোনা মাত্রই অনুগামীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা তো গিয়েছেই। এমনকি তার গাড়ির সামনে দেখা গিয়েছে অসংখ্য ভক্তের ভিড় ।
ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যেই শহরে এসেছে ভাইজান। তাকে এক ঝলক দেখবার জন্য মুখিয়ে ছিলেন কলকাতাবাসী। এবার সেই আশাই পূর্ণ হল সলমন অনুগামীদের ।
আজ সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সারলেন তিনি। প্রায় আধ ঘন্টার বেশি চলে সৌজন্য সাক্ষাৎ । এমনকি মুখ্যমন্ত্রী উপহার স্বরূপ মিষ্টি ও অন্যান্য উপহার তুলে দেন সলমনের হাতে। শোনা যাচ্ছে, অভিষেক সলমনকে আনার জন্য পাঁচতারা হোটেলে গাড়ি পাঠানোর ব্যবস্থা করেন । সেই গাড়িতে করেই যাতায়াত করেছেন তিনি।
সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সলমনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি খুব খুশি। তিনি এটাও জানিয়েছেন, সলমনের সুরক্ষার জন্য উদ্বিগ্ন তিনি। এমনকি তিনি সলমনের জন্য কলকাতাতে আটোসাটো সুরক্ষার ব্যবস্থা করছেন । কিছুদিন আগে বেশ কয়েকটি থ্রেট পেয়েছেন সলমন, সেই কারণে তাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।