পুলমা দত্ত ; কলকাতা : টাইগার শ্রফ নামটা আমাদের সকলেরই চেনা। “হিরোপন্তি” (Heropanti) থেকে “ওয়ার” (War) অনেক ছবি রয়েছে তার ঝুলিতে ।
জেকি শ্রফের পুত্রকে এতদিন সবাই অভিনয় ছাড়া ও চিনতো মার্শাল আর্ট ও নাচের জন্য। আজ তার গাওয়া গান ও নিমেষেই ভাইরাল হলো।
কিং (king) এর গাওয়া “তু মান মেরি জান” একটি বহু জনপ্রিয় গান। এই গানের সাথে কম্বাইন্ড করে নিক জনাস একটি ইংরেজি গানও বার করেছেন। যেটি হিন্দি ও ইংরেজির সংমিশ্রণ। গানটির নাম “After Life”। এই গানটিই গেয়ে শ্রফ পুত্র নিজের টুইটার অ্যাকাউন্ট – এ ছাড়ে যা নিমেষেই ভাইরাল হয়।
My small take on the ‘afterlife’ #maanmerijaan@nickjonas @ifeelkingOG pic.twitter.com/K6KsfLHUdo
— Tiger Shroff (@iTIGERSHROFF) May 29, 2023