Home » ISRO Chairman S Somnath: যার নেতৃত্বে চন্দ্রবিজয়!চন্দ্রপৃষ্ঠে অবতরণে ইসরোর বিজ্ঞানী দলে অধিনায়কত্ব করেছেন যিনি…

ISRO Chairman S Somnath: যার নেতৃত্বে চন্দ্রবিজয়!চন্দ্রপৃষ্ঠে অবতরণে ইসরোর বিজ্ঞানী দলে অধিনায়কত্ব করেছেন যিনি…

S Somnath

কলকাতাঃ চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করেছে ‘চন্দ্রযান-৩’-এর বিক্রম ল্যান্ডার। ইসরোর যে বিজ্ঞানী দল এই মহাযুদ্ধের সৈনিক, তাঁদের অধিনায়কত্ব যিনি করেছেন, তিনি এস সোমনাথ (S Somnath)। ইসরোর (ISRO) বর্তমান চেয়ারম্যান তিনি। বর্তমানে বহুল চর্চিত এস সোমনাথ কে? তাঁর পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা বা কী? রইল বিশদে…

শিক্ষাগত যোগ্যতাঃ
শ্রী এস সোমানাথ তিনি তাঁর বি.টেক করেছেন কোল্লামের ‘টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং’ থেকে। এরপর বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’ থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর পাশ করেন। তাঁর
বিশেষীকরণ ছিল স্ট্রাকচার্স, ডাইনামিক্স ও কন্ট্রোলে।

কর্মজীবনঃ
পড়াশুনো শেষ করে, ১৯৮৫ সালে VSSC-তে যোগ দেন এস সোমনাথ। শুরুর দিকে,PSLV-এর ইন্টিগ্রেশনের জন্য টিমের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। PSLV-র প্রজেক্ট ম্যানেজার হিসাবে তিনি PSLV-C4 চালু হওয়া পর্যন্ত মেকানিজম, পাইরো-টেকনিক সিস্টেম, ইন্টিগ্রেশন এবং স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবা ব্যবস্থাপনার ক্ষেত্রগুলি পরিচালনা করেন। এর পাশাপাশি, এস সোমানাথ ‘লঞ্চ ভেহিকেলস’-এর সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। ‘চন্দ্রযান-৩’-এর PSLV এবং GSLV Mk-III-তে সেগুলির সামগ্রিক স্থাপত্য, প্রপালশন স্টেজ ডিজাইন, স্ট্রাকচারাল এবং স্ট্রাকচারাল ডাইনামিক ডিজাইন, সেপারেশন সিস্টেম, ভেহিকেল ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশন পদ্ধতির উন্নয়ন সবটাই হয়েছিল তাঁর তদারকিতে।

ইতিপূর্বে, ‘বিক্রম সারাভাই স্পেস সেন্টার’-এর ডিরেক্টর ছিলেন এস সোমনাথ। এরপর, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এস সোমনাথ তিরুঅনন্তপুরমের বালিয়ামালার ‘লিক্যুইড প্রপালসন সিস্টেমস সেন্টার’-এর ডিরেক্টর পদে ছিলেন তিনি। ২০১৯ সালে তাঁর নেতৃত্বেই, ১৮ ডিসেম্বর, ২০১৪-এ LVM3-X/CARE মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছিল। ২০২২ সালের ১৪ জানুয়ারি, ভারতীয় স্পেস কমিশনের চেয়ারম্যান ও ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন এস সোমনাথ।

এই মুহূর্তে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং’ (INAE), ‘অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’ (AeSI), ‘অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’ (ASI) ও ‘ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্স’ (IAA) এর সদস্য তিনি। দেশে বিদেশে করেছেন একাধিক সেমিনার। লিখেছেন একাধিক পেপার ও জার্নাল। উল্লেখ্য, ‘স্ট্রাকচারাল ডাইনামিক্স অ্যান্ড কন্ট্রোল’, ‘ডাইনামিক্স অ্যানালিসিস অফ সেপারেশন মেকানিজম’, ‘ভাইব্রেশন অ্যান্ড অ্যাকুস্টিক টেস্টিং’, ‘লঞ্চ ভেহিকেল ডিজাইন অ্যান্ড লঞ্চ সার্ভিসেস ম্যানেজমেন্ট’ ইত্যাদি।

এস সোমনাথের বয়স ৬০-এর কাছাকাছি। জন্মস্থান কেরল। আপাতত বাসিন্দা বেঙ্গালুরুর। ইন্টারনেটে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, তাঁর মোট ২ থেকে ৫ কোটি টাকা। দুই সন্তানের পিতাও তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!