চলে গেলেন বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। মৃত্যু কালীন বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর । এই মুহূর্তে শোকাচ্ছন্ন গোটা বলিউড । প্রায় ১মাস ধরে দিল্লীর এইমস এ চলছিল তাঁর জীবন মরণ লড়াই । গত ১০ ই আগষ্ট , সকালে জিম করতে গিয়ে অসুস্থ হয়ে হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাঁসপাতালে স্থানান্তরিত করা হয়। রাখা হয়েছিল ভেণ্টিলেশনে ।
চিকিৎসকেরা জানিয়েছিলেন তাঁর হার্ট এটাক হয়েছিল।তাঁকে সুস্থ রাখতে চিকিৎসকরা নানা পদ্ধতি অবলম্বন করেছিলেন। করা হয়েছিল এঞ্জিওপ্লাস্ট। কিন্তু প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিলেও পরবর্তী কালে অবনতি হতে শুর করে। এরপরই শরীরে বাসা বাধে জ্বর এবং তার সাথে ফুসফুসের সংক্রমণ। আজ সকালে হঠাৎ করেই তার জীবন যুদ্ধ থেমে যায়। সদা হাস্য এবং সকল কে হাসিতে ভরিয়ে রাখা রাজু শ্রীবাস্তব সকল কে কাদিয়ে চলে গেলেন।
কানপুরে একটি দরিদ্র পরিবারে জন্ম গ্রহন করেছিলেন রাজু শ্রীবাস্তব, ১৯৬৩ সালে। তাঁর পিতা শ্রী রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন লেখক। যাকে সবাই বলাই কাকা হিসাবে চিনতেন। রাজু শ্রীবাস্তব ছোট থেকেই অভিনয় ও মিমিক্রি করতে পছন্দ করতেন। ইচ্ছা ছিল কমেডিয়ান হবার।