নলছড়ের প্রাক্তন বিধায়ক সুভাষ দাসের উত্থাপিত প্রাণনাশের হুমকি ও আক্রমণের অভিযোগকে মিথ্যা বলছেন দলীয় কর্মী, গ্রামের মানুষ সহ তার পরিজন। গাড়ি চালককে উল্টো মারধরের অভিযোগ সুভাষ দাসের ছেলেদের বিরুদ্ধে। সুভাষ দাসকে ‘ চোর ‘ বলে আখ্যায়িত করলেন সবাই।

বিনোদন জগত
জি বাংলা নিয়ে এল নতুন মেগা সিরিয়াল ‘দাদামণি’ – ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসার গল্প
আসছে জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘দাদামণি’। ভাইবোনের সম্পর্ক, স্বপ্ন ও সামাজিক পরিবর্তনের কাহিনি নিয়ে শুরু হচ্ছে এই আবেগঘন সিরিয়াল। প্রধান চরিত্রে প্রতীক সেন ও অনুশকা চক্রবর্তী। দেখুন ৭ জুলাই থেকে প্রতিদিন রাত ৮:৩০টায়, শুধু জি বাংলায়।