ফের একবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সেক্টরে বিএসএফের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে এই দুর্ঘটনার জেরে এক বিএসএফ জওয়ান নিহত এবং আরও ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফ জানিয়েছে, রবিবার কেন্দ্রশাসিত অঞ্চলের মানকোট সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের ইতিমধ্যে উদ্ধার করে নিকটবর্তী সেনা মেডিকেল ক্যাম্পে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় চার জন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
জানা গিয়েছে, বিএসএফের গাড়ি টাটা-৪০৭ (এইচআর৩৯এ ৮৬৬২) রাস্তা থেকে ছিটকে প্রায় ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। আহত জওয়ানদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে ১৫৮ ব্যাটালিয়ন বিএসএফের কনস্টেবল রাম চন্দ্রন প্রয়াত হয়েছেন। বিএসএফ সূত্রে খবর, রাম চন্দ্রনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। অতিরিক্তি রক্তক্ষরণ-এর কারণে তাঁর মৃত্যু হয় বলে খবর।
আহত কনস্টেবলরা হলেন ফিরোজ আহমেদ, সঞ্জয় সরকার, করমজিৎ সিং, অজয় সিং, দেবেন্দ্র সিং ও এমদাদুল হক (চালক)। বিএসএফের কর্মকর্তা জানিয়েছেন যে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত শুরু করা হয়েছে।