Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

KLiKK-এ এলেন রহস্যের রানি! ‘ডিটেকটিভ চারুলতা’ সিরিজে নারী গোয়েন্দার শাণিত উপস্থিতি

স্ট্রিমিং প্ল্যাটফর্ম KLiKK OTT-এ সম্প্রতি মুক্তি পেয়েছে রহস্য-রোমাঞ্চে ভরপুর নতুন ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ চারুলতা’। বাংলার সাহিত্য-ঐতিহ্যে পুরুষ গোয়েন্দাদের আধিপত্যের মধ্যেও এবার পর্দায় এলেন এক সাহসী নারী গোয়েন্দা—চারুলতা। নারীকেন্দ্রিক এই থ্রিলার সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

টানটান রহস্য, নারীকেন্দ্রিক কাহিনি ও চমৎকার অভিনয়—‘ডিটেকটিভ চারুলতা’ সিরিজে জমে উঠেছে বাঙালির নতুন গোয়েন্দা রোমাঞ্চ।

ইস্ট ইন্ডিয়া টকীজ ও হোয়াইট আউল এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় Klikk OTT প্ল্যাটফর্মে আসছে এক ঝকঝকে নতুন সিরিজ — ‘ডিটেক্টিভ চারুলতা’। রহস্য, থ্রিল আর আবেগে মোড়া এই সিরিজে প্রথমবারের মতো বাংলা দর্শক পাবেন এক নারীকেন্দ্রিক গোয়েন্দা চরিত্র, যার নাম চারুলতা মিত্র।

কাহিনি সংক্ষেপ:
চারুলতা একজন প্রাইভেট ডিটেক্টিভ। তার সঙ্গী খুড়তুতো ভাই তপু — একদম খাঁটি বাঙালি গোয়েন্দাগিরির জুটি। মামুলি কেস নিয়েই তারা ব্যস্ত থাকে, কিন্তু চারুর মনে গোপন বাসনা— একদিন সে হবে বাংলার শার্লক বা ফেলুদা! এই আশাটাই সত্যি হতে শুরু করে যখন তার জীবনে আসে নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যাডি এবং এক অদ্ভুত কেস।

সেই কেসে খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজেই ভবিষ্যদ্বাণী করেন তার মৃত্যুর, এবং সেটি অবিশ্বাস্যভাবে ঘটে যায় ঠিক সময়মতো! এখান থেকেই শুরু হয় চারুর আসল চ্যালেঞ্জ। অন্ধবিশ্বাস, অতীতের অভিশাপ, এবং একের পর এক রহস্যময় মৃত্যু— কলকাতার বুকে এক অব্যক্ত সিরিয়াল কিলারের পদচিহ্ন যেন ধীরে ধীরে সামনে আসছে।

চারুলতা কি পারবে এই জটিল রহস্যের সমাধান করতে? নাকি এইবার সে নিজেও ফেঁসে যাবে অজানা বিপদের জালে?

অভিনয়ে আছেন:

সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (চারুলতা মিত্র)

দেবমাল্য গুপ্তা (তপু)

অনুজয় চট্টোপাধ্যায়, পামেলা কাঞ্জিলাল, মল্লিকা মজুমদার, চৈতি ঘোষাল, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার, এবং সবুজ বর্ধন।

পরিচালনা ও চিত্রনাট্যে আছেন:

জয়দীপ ব্যানার্জি (পরিচালক ও স্ক্রিপ্টwriter)

সৌমিত দেব (গল্প ও সংলাপ)

অনির (সিনেমাটোগ্রাফি)

প্রাঞ্জল দাস (সঙ্গীত)

শুভদীপ মুখার্জি (সহযোগী পরিচালক)

কৌস্তভ সরকার (এডিটিং)

রানা বসু ঠাকুর (মার্কেটিং ও মিডিয়া)

Klikk-এর এই নতুন থ্রিলার সিরিজ শুধু গোয়েন্দাগিরির খোঁজ নয়, বরং তা এক আধুনিক নারীর নিজেকে প্রমাণ করার গল্প। সিরিজটি Streaming হচ্ছে Klikk-এ।

চোখ রাখুন, কারণ এই রহস্যের জাল ছিন্ন করতে গেলে আপনাকেও ভাবতে হবে চারুলতার মতো!

More Related Articles

রাজ‍্য ও রাজনীতি

পশ্চিমবঙ্গ দিবস পালনে রাজি রাজ্য সরকার, এবার সরকারি দপ্তরেও উদযাপন

রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে সরকারি দপ্তরেও উদযাপিত হবে এই দিনটি। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। ইতিমধ্যেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সব দপ্তরকে জানানো হয়েছে এই উদ্যোগ সম্পর্কে।

Read More »
সম্পাদকীয় ও জনমত

“চড়কের মেলা বিস্মৃতির পথে: নববর্ষ ভুলে ধনতেরাসে বাঙালির ভিড়?”

গত দশকে ধনতেরাসের প্রচলন বাঙালি সমাজে ব্যাপকভাবে বেড়েছে। সোনার গয়না, ইলেকট্রনিকস বা গাড়ি কেনার ‘শুভ সময়’ হিসেবে ধনতেরাসের প্রচারণা ঘরে ঘরে পৌঁছে গেছে বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ার হাত ধরে। নববর্ষ মানেই এখন পাঞ্জাবি-সেলফি-রেস্তোরাঁর রিজার্ভেশন, অথচ প্রকৃত বাংলার ছোঁয়া যেন হারিয়ে যাচ্ছে।

Read More »
দেশ

তহাওওর রানার প্রত্যার্পণের পর মেহুল চোকসিসহ একাধিক পলাতককে ফেরানোর পথে ভারত! আন্তর্জাতিক চাপে গতি পাচ্ছে প্রক্রিয়া

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, “ভারতীয় বিচারব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিদেশে পালিয়ে থাকা অপরাধীরা যে দেশে থাকুক না কেন, তাদের প্রত্যার্পণ নিশ্চিত করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হবে না।”

Read More »
দেশ ও দুনিয়া

১৩৫০০ কোটি টাকার প্রতারণা! অবশেষে বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোখসি

চোখসি প্রথমে পালিয়ে যান অ্যান্টিগুয়া ও বারবুডাতে, যেখানে তিনি নাগরিকত্বও গ্রহণ করেন। ভারত সরকার বহুবার তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। এবার তিনি কীভাবে বেলজিয়ামে এলেন তা এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে তিনি অন্য পরিচয়ে ঘোরাফেরা করছিলেন।

Read More »
বিনোদন জগত

KLiKK-এ এলেন রহস্যের রানি! ‘ডিটেকটিভ চারুলতা’ সিরিজে নারী গোয়েন্দার শাণিত উপস্থিতি

স্ট্রিমিং প্ল্যাটফর্ম KLiKK OTT-এ সম্প্রতি মুক্তি পেয়েছে রহস্য-রোমাঞ্চে ভরপুর নতুন ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ চারুলতা’। বাংলার সাহিত্য-ঐতিহ্যে পুরুষ গোয়েন্দাদের আধিপত্যের মধ্যেও এবার পর্দায় এলেন এক সাহসী নারী গোয়েন্দা—চারুলতা। নারীকেন্দ্রিক এই থ্রিলার সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

Read More »
দেশ

২৬/১১ হামলার অভিযুক্ত তাহাওওর রানা: “যে আইনজীবী কেবল নাম কামাতে চান, আমি তাঁকে চাই না”

মুম্বই হামলার অভিযুক্ত তাহাওওর রানা ফের আলোচনায়। আমেরিকার আদালতে নিজের আইনজীবী নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত। ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাওওর রানা

Read More »
error: Content is protected !!