ভারত বিরোধী প্রচার বন্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের, এবার সোশ্যাল মিডিয়ায় আপনিও দেশের ‘ডিজিটাল যোদ্ধা’!

নয়াদিল্লি, ৬ মে ২০২৫:
দেশের বিরুদ্ধে অনলাইনে চলতে থাকা বিদ্বেষমূলক প্রচার আর বরদাস্ত করবে না কেন্দ্র। এবার যে কেউ, যেকোনো জায়গা থেকে দেশের পাশে দাঁড়াতে পারেন—হোক সেটা বাড়ির সোফা, অফিসের ডেস্ক কিংবা মোবাইলের স্ক্রিন। কারণ, ‘ডিজিটাল যুদ্ধ’ এখন শুরু হয়েছে, এবং এই যুদ্ধে সেনা শুধুই সীমান্তে নয়—রাস্তায় নামবেন আপনি, আমিও।
ভারত সরকারের স্পষ্ট বার্তা:

যেখানে-সেখানে ভারত বিরোধী ভিডিও, পোস্ট, কমেন্ট বা ভুয়ো খবর ছড়ালে, তা রিপোর্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে দেশদ্রোহের হাতিয়ার বানাতে দেওয়া হবে না। ইতিমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল এবং পেজ ব্লক করা হয়েছে।
এবার দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এই প্রচারে অংশ নেওয়া। দেশের হয়ে লড়াই সোশ্যাল মিডিয়াতেই।

কীভাবে আপনি হবেন ‘ডিজিটাল যোদ্ধা’?
যদি ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ভারতবিরোধী পোস্ট চোখে পড়ে, তাহলে সেটি রিপোর্ট করে সঙ্গে সঙ্গে নিচের ইমেল আইডিগুলিতে পাঠান:
minister.inb@gov.in
secy.inb@nic.in
webmaster@meity.gov.in
jscpg-mha@nic.in (Joint Secretary, MHA – Niraj Kumar)
যোগাযোগের ঠিকানা:
Niraj Kumar
Joint Secretary (Coordination)
Email: jscpg-mha@nic.in
Phone: 011-23092123
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বার্তা:
এখন আর সোশ্যাল মিডিয়াতে চুপ থাকা চলবে না। ভারতকে ভালোবাসলে, ভারতকে বাঁচাতেও হবে। শুধু পোস্টে দেশভক্তি নয়, একটিভ রিপোর্ট করে ‘সাইবার সেনা’ হয়ে উঠুন।
সতর্কবার্তা:
কারা ছড়াচ্ছে এই প্রপাগান্ডা, কীভাবে মানুষকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করা হচ্ছে—তা এখন নজরে আনাই দেশের প্রতি আপনার কর্তব্য।