বিগত প্রায় একমাস ধরে চলছিল কাঁচরাপাড়ার একটি জিম এ ভূতের উপদ্রবের খবর। খবর টি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যার সংবাদ আমরাই প্রথম করি। তখনও কোন প্রথম সারির সংবাদ মাধ্যম গুলি এই খবরে নজর দেয়নি। পরবর্তী কালেও সঠিক তথ্য না জেনে, না যাচাই করেই ভুয়ো খবর পরিবেশন করে । আর এভাবেই একটা মিথ্যা বার বার চিৎকার করে বলতে বলতে সত্য তে পরিণত হবার চেষ্টা করে কিন্তু শেষ অবধি সত্যের জয় হয়।
কাঁচরা পাড়ার ওই জিমের কর্ণধার শিল্পা পোদ্দারের বক্তব্য- তিনি প্রথম দিকে কোন কিছু না জেনে না ভেবে “দাদাগিরি” খ্যাত একটি ভুত গবেষক দল যা ডিটেকটিভস অফ সুপার ন্যাচরাল বা DOS নামে খ্যাত তাদের ডেকে পাঠান । কিন্তু সেদিন জিমের ভবনের মুল মালিক ও স্থানীয় ক্লাবের সদস্যারা ওই স্থানে এ জাতীয় তদন্তে রাজি ছিলেন না। তাই জিমের কর্নধার শিল্পা পোদ্দার DOS এর প্রধান ঈশিতা দাস সান্যাল কে জিম এ আসতে বারণ করে দেন। এখানেই বেঁকে বসেন ঈশিতা দাস সান্যাল। তিনি ও তার টিম প্রায় জোর করেই কাঁচরাপাড়া র জিম এ পৌঁছে যান এবং শিল্পা পোদ্দারের বারং বার নিষেধ করার পরেও জিমে ঢুকে লুকিয়ে ছবি তোলেন।
DOS এর ঈশিতা দাস সান্যাল , শিল্পা পোদ্দার কে হুমকি দিয়ে বলেন -“এবার লক্ষ টাকা দিলেও আমরা যাবো না” ! শেষ পর্যন্ত,বিনা রশিদে দুটি ভাগে দশ হাজার টাকা নিয়ে তারা জিম থেকে বিদায় নেন। এর পরেই DOS এর ঈশিতা সান্যাল , শিল্পা পোদ্দারের অনুমতি ছাড়াই শুধু মাত্র বিখ্যাত হবার স্বার্থে DOS প্রথম সারির সংবাদ মাধ্যমের কাছে শুধু মাত্র কয়েকটি জিমের ছবি দিয়ে তদন্ত শেষ করার দাবি করে। অথছ আদৌ তারা কোন তদন্ত করেননি। এমনকি তারা এ জাতীয় তদন্তের কোন ভিডিও ফুটেজ কোথাও দেখাতে পারেননি। সব মিলিয়ে DOS জিমটির ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা বাড়িয়েছে।
এখন প্রশ্ন উঠছে , DOS কি কোন রেজিস্ট্রিকৃত সংস্থা ? তারা কি ব্যক্তিগত ভাবে টাকা আদায় করতে পারেন বিনা রসিদে ? তারা কি জিম কর্ণধারের অনুমতি ছাড়া এবং তদন্ত না করে ছবি সংবাদ মাধ্যমের কাছে বিতরণ করতে পারেন ? নাকি প্রাক্তন বিচারপতির পুত্রবধূ হবার অনৈতিক ক্ষমতার অপব্যবহার ?
জিম কর্ণধার শিল্পা পোদ্দার আরো জানান , পরবর্তীকালে কাঁচরা পাড়া জিমটির স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিশিষ্ট প্যারানরমাল রিসার্চার ডা: উজ্বল গুপ্ত কে জিম পরিদর্শন ও তদন্তের দায়িত্ব দেন। ডা: উজ্বল গুপ্ত বিনা পরিশ্রমিকে যাবতীয় গোপনীয়তা বজায় রেখে নিপুন দক্ষতার সাথে তদন্ত শেষ করেছেন। দিয়েছেন সেই তদন্তের ভিডিও ফুটেজ । সেই তদন্তের এক্সক্লুসিভ ফুটেজ এসেছে আমাদের কাছে। খূব তাড়াতাড়ি আপনাদের কাছে প্রকাশ করতে চলেছি সেই ফুটেজ ।
কাঁচরাপাড়ার জিম কর্ণধার শিল্পা পোদ্দার DOS এর ঈশিতা দাস সান্যালের অমানসিক অভব্য আচরণে যথেষ্ট খুব্ধ হয়ে আমাদের কে টেলিফোনে জানালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি খুব তাড়াতাড়ি একটি সাংবাদিক সম্মেলন করে জনগণকে DOS সম্পর্কে অবগত করবেন। আপাতত আপনাদের জন্য রইলো কাঁচরাপাড়ার জিম কর্ণধার শিল্পা পোদ্দারের সাক্ষাৎকার।