LIVE | সরাসরি সম্প্রচার
Durga Pujo Carnival at Red Road, 2022 | রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল, ২০২২ | LIVE
Post Views: 404
LIVE | সরাসরি সম্প্রচার
Durga Pujo Carnival at Red Road, 2022 | রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল, ২০২২ | LIVE
Windows Productions তাদের বহু প্রতীক্ষিত সিনেমা “আমার বস”-এর প্রথম গান “বসন্ত ডেকেছে আমাকে” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই মনোমুগ্ধকর গানটি তারুণ্য, নবজীবন এবং বসন্তের আনন্দকে উদযাপন করে। গানটির উদ্বোধন হয় Soul The Sky Lounge-এ, যেখানে হোলি-থিমযুক্ত পার্টির মাধ্যমে উৎসবমুখর এক পরিবেশ তৈরি করা হয়েছিল। অতিথিদের জন্য ছিল লাইভ চাট কাউন্টার, সুস্বাদু কাবাব, মুচমুচে জিলিপি, এবং রাজস্থানি রাবড়ি-ঠান্ডাই, যা পুরো অনুষ্ঠানে উষ্ণতা, উদ্দীপনা ও উৎসবের আবহ সৃষ্টি করেছিল।
সম্প্রতি প্রকাশিত টিজার আমাদের প্রথম ঝলক দেখিয়েছে এক অনন্য প্রতিশোধ ও নিয়তির কাহিনির— শিহাব শাহীন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা দাগী, যা প্রযোজনা করেছে SVF Alpha-i
Hoichoi তার আসন্ন সারভাইভাল থ্রিলার ড্রামা ‘Dainee’-এর অভিনয়শিল্পী ও টিমের সঙ্গে একটি বিশেষ আলোচনাসভা আয়োজন করেছিল। এই ইভেন্টে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায় জানজিন, পরিচালক নির্ঝর মিত্র, সহ-অভিনেতা বিশ্বজিৎ দাস, সুজিত কুমার বর্মন, শায়ক রায় এবং অন্যান্য কলাকুশলীরা।
বহুরূপী পেল ১৬টি, পদাতিক ১৪টি, দ্য ফ্রেম ফাটালে ও খাদান ১২টি করে মনোনয়ন জাতীয়, ১০ মার্চ ২০২৫: আজ এক প্রেস কনফারেন্সে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা
প্রেত গবেষণা আজ নতুন কিছু নয়। ভারতে গৌরব তিওয়ারি, বিমান চালকের চাকরি ছেড়ে বিজ্ঞান সম্মত ভাবে প্রেত গবেষণা শুরু করেন এবং তার পর থেকেই “প্রেত গবেষণা”-র মাধ্যমে প্রেত জগৎ সম্পর্কে আমরা বিষদভাবে জানতে শুরু করি।
কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর কেন্দ্রীয় আইন মন্ত্রক এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাঁর এই নিয়োগের ফলে দেশের শীর্ষ আদালতে বাঙালি বিচারপতির সংখ্যা বেড়ে দুই হলো। বর্তমানে বিচারপতি দীপঙ্কর দত্তও সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করছেন।
All Rights Reserved, 2025 | The Indian Chronicles | Maintained by Vectorize Studios