শ্রেষ্ঠ শারদ সম্মান - ২০২৩
বাংলা নববর্ষ ১৪৩০ এর পদার্পনের সাথে সাথেই বাঙালি শুরু তোড়জোড় করে দিয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের। ইতিমধ্যেই বেশ কিছু নামী পুজো কমিটি গুলির খুঁটি পুজোও সম্পন্ন হয়ে গিয়েছে। তাই আমরাও বিশ্বজনীনের আনন্দ আগমনী উৎসবের মেতে উঠলাম।
ডিজিটাল নিউজ পোর্টালের দুনিয়ার দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। যদিও অফিসিয়ালি ১ বছর। গত বছর থেকেই আমরা বাংলার এই শারদ উৎসবে এনেছিলাম এক অনন্য সম্মান যার নাম ছিল “শ্রেষ্ঠ ঢাক সম্মান”। ঢাক ছাড়া শারদ উৎসব ভাবাই যায়না। সেই প্রাচীনকাল থেকেই ঐতিহ্যবাহী এই ঢাক বাদ্যযন্ত্রটি আমাদের শারদ উৎসবের সাথে প্রতিপালিত হলেও, গ্রাম বাংলা থেকে আসা ঢাকী শিল্পীরা থেকে গেছেন নানা ভাবে বঞ্চিত। তাই ঢাক ও ঢাকী শিল্পীদের সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।
এবার আমাদের শারদ উৎসবের এই সাম্মানিক অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষ। আর এবার এই সাম্মানিক অনুষ্ঠান হতে চলেছে আরো বড়। কলকতার সাথে সাথে এবার যোগ করা হচ্ছে হাওড়া জেলা কেও। শ্রেষ্ঠ ঢাক সম্মানের পাশে এবার থাকছে শ্রেষ্ঠ প্রতিমা ও শ্রেষ্ঠ থিম। এখানেই শেষ নয়, এবার বারোয়ারী পুজোর সাথে সাথে আবাসনের পুজো গুলিকেও সম্মানিত করতে চলেছি আমরা। তাই দেরী না করে আমাদের নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের সার্বজনীন পুজো বা আবাসনের পুজোর নাম নথিভুক্ত করতে পারেন।
আর এ বছর আমাদের এই আনন্দ উৎসবে সাধারণ দের সাথেই সামিল হয়েছে এক ঝাঁক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা সামাজিক বার্তা পৌঁছাতে চাই, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সাধারনদের মতোই স্বাভাবিক তারা যেন এই শারদ উৎসবের আনন্দ ধারা থেকে কোন ভাবেই ব্রাত্য না থাকে
এ বছর থাকছে
———————–
1. শ্রেষ্ঠ ঢাক সম্মান
2. শ্রেষ্ঠ প্রতিমা
3. শ্রেষ্ঠ থিম
4. সেরা আবাসনের পুজো।
নিয়মাবলী
————————–
1. প্রতিটি বারোয়ারী ও আবাসনের পুজো কমিটিকে এই অনুষ্ঠানে নাম নথিভুক্ত করতে হবে ৫ই অক্টোবর এর মধ্যে।
2. পুজো মন্ডপের ঠিকানা গুগল ম্যাপে ট্যাগ করা থাকতে হবে। এবং গুগল লিঙ্ক ফর্মে দিতেহবে।
3. যোগাযোগের সুবিধার্থে দুই জন অতিরিক্ত সদস্যের মোবাইল নম্বর নাম সহ ফর্মে উল্লেখ করতে হবে।
4. দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস শারদ সম্মানের দুটি ব্যানার মন্ডপের কাছে দৃষ্টি গোচর স্থানে লাগাতে হবে। যা আমাদের বিচারকরা বিচারপর্বে দেখবেন। এবং আমাদের প্রদায়িত “গর্বিত প্রতিযোগী” ইমেজটি পুজো কমিটির সোস্যাল মিডিয়াতে পোষ্ট করতে হবে
5. বিচারপর্বে বিচারক দের সুবিধার্থে পুজো আয়োজকদের একজন বা দুইজন সদস্য থাকতে হবে সহযোগিতা করার জন্য
6. বিচারপর্ব দ্রুত সম্পাদনের জন্য, মন্ডপে প্রবেশ ও মন্ডপের কাছেই বিচারকদের গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যাবস্থা রাখতে হবে।
7. মহাপঞ্চমীর সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে বিচারপর্ব শেষ হবে মহাসপ্তমীর রাতে। পুরস্কার ঘোষনা ও পুরস্কার প্রদান হবে মহা অষ্টমীর সন্ধ্যায়
PLEASE WAIT FOR 1MIN
You Will Be Redirected in 60 Seconds