রাখি মানেই বাঙালির ঘরে ঘরে আনন্দ উৎসব। সারা বছর যে ভাই-বোনদের দেখা হয় না, এই দিনটি তাঁদের একত্রিত হওয়ার জন্য ধার্য থাকে। বাড়িতে সাজো-সাজো রব। আবার রাখি উৎসবে সাজ (Rakhi Special Clothing Idea) কেমন হবে, সেদিকেও নজর থাকে সবার। রইল কিছু টিপস…
শাড়িঃ
বাঙালির যে কোনও উৎসবেই প্রথম পছন্দ শাড়ি। রাখির এই বিশেষ দিনের জন্য বেছে নিন হালকা হ্যান্ডলুম বা তাঁতের শাড়ি। বা গরমের কথা মাথায় রেখে বেছে নিতে পারেন শিফন।
রঙিন এমব্রয়ডারিঃ
সাদা রঙ এখন ফ্যাশনে ইন। রাখির এই বিশেষ দিনে আপনি সেজে উঠতে পারেন সাদা, অফ-হোয়াইট বেস পোশাকে। তাতে রঙিন এমব্রয়ডারির ছোঁয়া যোগ করবে অন্য মাত্রা। ফিউশন লুক আনতে এই কম্বিনেশন অনবদ্য।
শারারাঃ
রাখির দিনে আপনি সেজে উঠতে পারেন শারারায়। শারারার সঙ্গে টিম আপ করতে পারেন ক্রপ টপ, চোলি বা ডিজাইনার কুর্তি।
লেহেঙ্গা চোলিঃ
এই মরশুমে ইন সফট কালার বা নিউট্রাল শেডের পোশাক। রাখির এই বিশেষ দিনের জন্য প্যাস্টেল শেডের লেহেঙ্গা চোলি।
কুর্তা সেটঃ
সাধারণ অথচ ফ্যাশনবেল লুক পছন্দ হলে পরতে পারেন একরঙা কুর্তা সেট। টিম আপ করতে পারেন বড় কানের দুল বা ঝুমকা দিয়ে।