আজ যেখানে বিশ্বাসের বড় অভাব সেখানে যাদবপুর বিদ্যাপীঠের সেই লোয়ার নার্সারি থেকে চার বন্ধুর একসাথে পড়াশোনা শেষ করা থেকে চাকরী জীবন এবং তারপর সেখান থেকে আজ এই ক্যাফে । এটাকে বাণিজ্যিক দিক থেকে দেখার সাথে সাথে সেরা বন্ধুদের নিয়ে বন্ধুত্ব উদযাপন করার সেরা ঠিকানা বোধহয় আর কিছু হতে পারেনা । আসলে এটা শুধু ক্যাফে নয় , চার বন্ধুর এক সাথে প্রতিজ্ঞা বদ্ধ থাকার একটা মিষ্টি বন্ধন।
এমটাই জানালেন আমাদের Four Coins Cafe- র অন্যতম কর্ণধার কমলিকা ঘোষ বনিক , চারজন অভিন্ন হৃদয় বন্ধু যারা ছোট থেকেই এক সাথে পড়াশোনা শেষ করে চাকরি জীবন এবং তারপরে করোনা কালের পরেই তারা সিধান্ত নেন একটি ক্যাফে খোলার। এবং সেখান থেকেই এই চার বন্ধু অর্থাৎ সায়ন বন্দ্যোপাধ্যায়, অনার্ঘ বিশ্বাস, সন্দীপন গোস্বামী ও প্রীতম বনিক শুরু করেন লেক গার্ডেনস এ Four Coins Cafe। তিনি আরও জানান করোনা কাল কে মাথায় রেখে স্বল্প মুল্যের মধ্যেয় পিতজা, ফিস এলাকিভ ভীষণ লভনীয় পদ যা সকলের একবার হলেও আস্বাদ নিয়ে দেখা উচিত কারন চিকেন এলাকিভ মোটামুটি সকলেই খেয়ে দেখেছেন এখানে ফিস এলাকিভ একটা অন্য মাত্রা যোগ করে। এছাড়া পিতজা নিয়ে আছে নানান কন্টিনেন্টাল পদের আয়োজন সাথে রয়েছে বেশকিছু মকটেলও। শীতকালীন সময়ে পর্ক ফেস্টিভ্যাল হয়ে থাকে যারা পর্ক খেতে ভালোবাসেন তাদের জন্য। খাবারের আয়োজন ছারাও এখান কার মনোরম পরিবেশ ও তার সাথে থাকে প্রচুর গল্পের বই আর আড্ডা দেবার আরও অনেক কিছু। আগামী ২৫শে জুলাই Four Coins Cafe- র পথ চলার এক বছর অতিক্রান্ত হচ্ছে । বহু ভুল ভ্রান্তির মধ্যেয় দিয়ে নতুন কিছু শেখা এবং তার সাথে সেটা কে নিয়ে বন্ধুত্বের ভালবাসায় মুড়ে এগিয়ে নিয়ে জাওয়ার লক্ষে এই চার বন্ধু উদযাপন করছেন Four Coins Cafe- র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান।
তাই এই সপ্তাহ শেষে Four Coins Cafe কে কোন ভাবেই মিস করা যাবে না ।
এদিন এই উদযাপন অনুষ্ঠান কে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী ।