Home » ‘ছেড়ে যাবেন না আমাদের…’-প্রধান শিক্ষকের কাছে করজোরে আবেদন অভিভাবকদের

‘ছেড়ে যাবেন না আমাদের…’-প্রধান শিক্ষকের কাছে করজোরে আবেদন অভিভাবকদের

রীতিমত হাত জোড় করলেন অভিভাবকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে তাঁদের বিনীত নিবেদন তিনি যেন স্কুল ছেড়ে না যান। অভিভাবকদের এরুপ আবেদনে আবেগ তাড়িত হয়ে পড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজেই। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বেয়াড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন রাজু মন্ডল। অভিভাবকদের দাবি সম্প্রতি বাগদা ব্লকের প্রধান শিক্ষকের একটি তালিকা বেরিয়েছে সেই তালিকাতে নাম রয়েছে রাজুর ।

অভিভাবকদের আশঙ্কা তাহলে কী তাঁদের প্রিয় প্রধান শিক্ষক রাজু মন্ডলকে অন্যত্র বদলি করা হবে? এই নিয়ে বুধবার বিদ্যালয়ের সামনে আন্দোলন ও স্কুল পরিদর্শকের কাছে আবেদন বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারা। সূত্রের খবর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তার কাছে হাত জোড় করে নিবেদন করতে থাকেন তিনি যেন অন্য বিদ্যালয়ে চলে না যান।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে অভাবনীয় উন্নতি হয়েছে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিজের ছেলে-মেয়ের মত মানুষ করছেন তিনি। অভিভাবকদের এরুপ আর্জি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন রাজু। সংবাদ মাধ্যমকে জানান,”২০১৮ সাল থেকে এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে রয়েছি। যতটা সম্ভব বিদ্যালয়ের উন্নতি সাধনের চেষ্টা করেছি। সম্প্রতি প্রধান শিক্ষকের পদ ফাঁকা রয়েছে এমন কয়েকটি বিদ্যালয়ের তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকাতে আমারও নাম রয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন আমার হয়তো অন্যত্র বদলি হয়ে যেতে পারে তাই তারা আমার যাতে বদলি না হয় সে কারণে আন্দোলন করছেন। তাদের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমি অন্য বিদ্যালয়ে যেতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!