ইতিহাস মানেই রহস্য, কৌতুহল। প্রতিটি দিনের সঙ্গেই একাত্ম হয়ে রয়েছে না জানা অনেক গল্প, মানুষকে নাড়া দেওয়ার মতো অনেক ঘটনা। যেমন আজকের দিনের সঙ্গেই জড়িয়ে রয়েছে এমন অনেক ঘটনা। চলুন উল্টে-পাল্টে দেখি ইতিহাসের সেই পাতা…
> আজ ১৯শে সেপ্টেম্বর। ১৯৬৫ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। প্রথম ভারতীয় যিনি মহাকাশে সবথেকে বেশি সময় কাটিয়েছিলেন। ৩২১ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট। কিন্তু মহাকাশ থেকে ফেরার সময় ক্র্যাশ ল্যান্ডিংয়ে মৃত্যু হয় তাঁর।
> ১৯৫১ সাল। ইতালির আজ পর্বতমালার গহীন উপত্যকা থেকে উদ্ধার হয় ৫০০০ বছরের পুরনো একটি মমি। নাম ছিল ওয়েটসি। ৫ হাজার বছর ধরেই বরফের নিচে চাপা পড়ে থাকার কারণে মমিটি সংরক্ষিত ছিল বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।
> নারী ক্ষমতায় এবং তাদের নিয়ে আলোচনা হয় গোটা বিশ্বজুড়ে। জানেন কি? ১৮৮৩ সালে আজকের দিনেই প্রথম উঠে এসেছিল নারী ভোটাধিকার প্রসঙ্গ। নিউজিল্যান্ডের সংবিধানে নারীদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল আজকের দিনেই।