কলকাতাঃ ইতিহাস তৈরির প্রহর গুনছে ভারতবাসী। হাতে গুনে আর মাত্র কয়েকটা ঘন্টা। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান-৩। ভারতের এই চন্দ্রাভিযানের দিকেই রীতিমত ‘মুখ চেয়ে’ গোটা বিশ্ববাসী। ইসরো সূত্রে খবর,বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে অবতরণের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউবে চ্যানেলে। ইতিমধ্যেই চাঁদের বেশ কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রযান-৩। সেই ছবি ইসরোর এক্স হ্যান্ডেলে (টুইটার) শেয়ারও করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার উপর থেকে ছবিটি তুলেছে চন্দ্রযানের ‘ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা’। ইসরোর তরফ থেকে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, চাঁদের ধূসর মাটির এবড়ো-খেবড়ো নানান অংশ। ফ্রেমের বেশির ভাগ অংশে জুড়েই রয়েছে চাঁদের বিভিন্ন নামকরা গহ্বর। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-৩’এর অবতরণের সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। নির্দিষ্ট সময় মতোই চাঁদের মাটি ছোঁবে বিক্রম। উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলত, বুধবারের পরীক্ষায় সফল হলেই ভারতের মুকুটে জুড়বে আরও এক নয়া পালক।
প্রসঙ্গত, ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সেই উৎক্ষেপণ সফল হয়নি। চাঁদের মাটিতেই ভেঙে পড়ে চন্দ্রযান-২। অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তাই এবার আরও তৎপর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো ইসরোর কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। পাখির পালকের মতো আলতো করে চন্দ্রযান-৩’কে অবতরণ করাতে হবে চন্দ্রপৃষ্ঠে। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘সফট্ ল্যান্ডিং। ইতিপূর্বে, চাঁদের এই অংশে নামতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পরেছিল রাশিয়ার লুনা-২৫। আর তাই এবার চন্দ্রযান-৩’র ফলাফলের অপেক্ষায় দেশবাসী।