ভারতের চন্দ্রযান-৩ চাঁদে নামার পরই চাঁদে যাওয়ার পরিকল্পনা ছিল জাপানের। কিন্তু হাওয়া ভাল বুঝছে না জাপান। আর তাই চাঁদের পথে পা বাড়িয়েও বারবার পিছিয়ে আসছে তাঁরা। মঙ্গলবার একটি বৈঠকে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, আসন্ন ঝড়ের ভয়েই এই সিদ্ধান্ত।
চাঁদে মহাকাশ যান নামাতে পারলে জাপান হবে এশিয়ার তৃতীয় দেশ এবং বিশ্বে পঞ্চম। ইতিপূর্বে, চাঁদে সফট ল্যান্ডিং করতে সফল হয়েছে রাশিয়া, আমেরিকা, চিন এবং ভারত। তবে জাপানের পরিকল্পনা তাঁরা অবতরণ করবে চাঁদের সামনের দিকে। অর্থাৎ, যে অংশটি আমরা পৃথিবী থেকে দেখতে পাই। চাঁদের বিষুব রেখার ১৩ ডিগ্রি দক্ষিণে এবং দ্রাঘিমা রেখার ২৫ ডিগ্রি পূর্বে রয়েছে শিওলি গিরিখাত। তারই ঢালু অংশে নামার কথা জাপানের চন্দ্রযানের।
জাপানের এই মহাকাশযানের নাম ‘মুন স্নাইপার’। যার বাংলা অর্থ ‘চন্দ্র তীরন্দাজ’। উল্লেখ্য,জাপানের এই মহাকাশ যানের লক্ষ্য মূলত দু’টি— এক, চাঁদেরমাটিতে সফ্টল্যান্ডিং এবং অনুসন্ধান (স্লিম)।