Home » Mrs Chatterjee Vs Norway | নরওয়ে থেকে সাক্ষাৎকার দিলেন অনুরুপ ভট্টাচার্য্য | Super Exclusive

Mrs Chatterjee Vs Norway | নরওয়ে থেকে সাক্ষাৎকার দিলেন অনুরুপ ভট্টাচার্য্য | Super Exclusive

এই মুহুর্তের দেশ তথা বিশ্বব‍্যাপি সব থেকে বিতর্কিত বিষয় হল সম্প্রতি মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্র Mrs Chatterjee Vs Norway. টিজার রিলিজের দিন থেকেই যা ছিল চলচ্চিত্র প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয় কারন অনেকদিন পরে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ভারতের বিখ‍্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানি মূখার্জীকে এবং তার সাথে দেখা যাবে কলকাতা চলচ্চিত্রের এই মুহুর্তের সব থেকে জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য্যকে। প্রিয় অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই ছবির অন‍্যতম বিতর্কিত বিষয় ছিল এই চলচ্চিত্রের গল্প।

 

প্রায় এক দশক আগে, নরওয়েতে এক বাঙালি দম্পতির থেকে সঠিক পরিচর্চা না করার দায়ে শিশুদের আটক করে নরওয়ে শহরের শিশু ও পরিবার কল‍্যান দফতর। নরওয়ের সরকারের এই আইনি পদক্ষেপ সেই দেশের জন‍্য ভালো হলেও ভারতীয়দের কাছে, মাতৃক্রোর থেকে সন্তান কেড়ে নেওয়া ছিল এক মারাত্মক পাশবিক অত‍্যাচার। পরবর্তীকালে কলকাতার সমাজকর্মী রাজীব সরকারের উদ্যোগে দেশব‍্যাপি আন্দোলন গড়ে ওঠে। সেই সময় রাজীব সরকারের এই আন্দোলনে এগিয়ে এসেছিলেন তৃনমূল নেতা কুনাল ঘোষ ও ত‍ৎকালীন একটি বেসরকারী সংবাদ টেলিভিশন চ‍্যানেল – চ‍্যানেল ১০।

তারপর কি হয়েছিল সেই সব তথ‍্য দিয়ে আমরাই প্রথম আপনাদের সামনে আনি যা আপনারা এই লিঙ্কে গেলে দেখতে ও পড়তে পারবেন।  http://theindianchronicles.com/মিসেস-চ্যাটার্জি-ভার্সে/?fbclid=IwAR0nN5XqVH_TRnz1RHRngYInYxm1OHg5IodFP_AFs9KtKIgOqwAYE03Jd00

প্রায় এক দশক পরে, শিশুদুটির মা সাগরিকা চক্রবর্তী (ভট্টাচার্য‍্য )  নরওয়েতে আটকে থাকার ঘটনাটিকে একটি গল্পের বইতে রুপদান করেন এবং সেই গল্পকে ভিত্তি করেই এই চলচ্চিত্র Mrs Chatterjee Vs Norway। যেখানে আসল সব তথ‍্যকে গোপন করে, শিশু দুটিকে নরওয়ে থেকে উদ্ধার করে এবং ভারতবর্ষে ফিরিয়ে আনার যাবতীয় কৃতিত্ব সাগরিকা নিজেই একা নিচ্ছেন আর বলছেন সত‍্য ঘটনা অবলম্বনে।

কিন্তু আসলে কি ঘটেছিল? আমরা সত‍্যতা জানতে ও আপনাদের সামনে সত‍্য জানাতে সরাসরি যোগাযোগ করি শিশুদুটির পিতা অনুরুপ ভট্টাচার্যের সাথে। যিনি সূদুর নরওয়েতেই থেকে গেছেন।
আজও ভারতবর্ষে ফিরতে পারেননি। সূদুর নরওয়ে থেকেই বিস্ফোরক তথ‍্য দিয়ে একমাত্র আমাদের চ্যানেলেই সাক্ষাৎকার দিলেন অনুরুপ ভট্টাচার্য্য। যা দেখলে বা শুনলে চমকে যাবেন আপনারা সকলেই।

আপনাদের জন‍্য রইলো সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ এর ভিডিও।

আপনাদের অনুরোধ, সাক্ষাৎকারটি শোনার জন‍্য হেডফোন ব‍্যাবহার করবেন এবং অবশ‍্যই আমাদের ইউটিউব চ‍্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!