Kingsguk Dey directed, Meenu Parekh & Nilesh Parekh presented, Blueberries Entertainment produced upcoming film ‘The Red Files’ official logo and first look poster has been launched on 30th November, 2022 at Lord of the Drinks with pomp and luxury. Director Kingshuk Dey, Producer Meenu Parekh, Nilesh Parekh along with cast members like Mumtaz Sorcar, Bidipta Chakraborty, Taniqsha Roy, Abhiroop Chowdhury, Shyamal Chakraborty, Soumendra Bhattacharya, Subrata Nandy, Vikramjit Mukherjee, Juii Sarkar, Sanjib Ghosh, Dipak Halder and music director Soumya Rit, singer Nachiketa Chakraborty & Lagnojita Chakraborty were present in the grand launch event.
The film is based on the 1990 Bantala Rape Case that shook the foundation of Bengal’s socio-political existence during the 90’s. But the film not only focuses on this particular case, rather is going to be a substantial protest to the barbaric act of rape altogether.
The story, dialogue, script and direction for ‘The Red Files’ is done by Kingshuk Dey. While Subhadeep Naskar is heading the cinematography department, Sanjukta Deb Roy is working as the Creative director & costume designer while Amit Naskar is editing the film.
While speaking about the film director Kingshuk Dey said, “We have already finished the shoot for the film, and now the post production work is being taken care off, along with the dubbing. Today our official logo and first look poster have been launched. A prolonged research has been one of the integral part of the film, now it is getting the final shape not only to entertain but also to spread awareness, and to make people able to protest against the gruesome act of rape and physical assaults against women. Hoping for a March release of our film in the next year at your nearest theatres.”
প্রকাশিত হলো কিংশুক দে পরিচালিত, মিনু পারেখ ও নিলেশ পারেখ নিবেদিত ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট এর ছবি ‘ দ্য রেড ফাইলস’ ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। ৩০ শে নভেম্বর, ২০২২, বিকেল ৬ টা থেকে লর্ড অফ দ্য ড্রিংকস – এ অনুষ্ঠিত হয় এই ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার রিভিলের অনুষ্ঠান। পরিচালক কিংশুক দে, প্রযোজক মিনু পারেখ ও নিলেশ পারেখ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, তানিকশা রায়, অভীরুপ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুব্রত নন্দী, বিক্রমজিত মুখার্জী, জুঁই সরকার, সঞ্জীব ঘোষ, দীপক হালদার ছাড়াও অনেকে। ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত, কণ্ঠ শিল্পী নচিকেতা চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী ও এ দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ছবির কাহিনীতে উঠ আসতে চলেছে ১৯৯০ এর বানতলা ধর্ষণ কাণ্ডের সত্য ঘটনা। তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি।
ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর।
এদিন পরিচালক কিংশুক দে ছবির বিষয়ে বলেন, “আমাদের ছবির শ্যুটিং সম্পূর্ণ শেষ করে ফেলেছি। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে। ডাবিং শুরু হয়েছে ইতিমধ্যেই। আজ ছবির লোগো ও ফার্স্ট লুক পোষ্টারের আত্মপ্রকাশ হলো, খুবই পরিশ্রম করে, এই ছবি তৈরী করেছি আমরা। অনেক রিসার্চ, অনেক অন্বেষণের পর আজ রেড ফাইলস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় তৈরী। আশা করি দর্শক সচেতন ভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালীর বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। আশা করি নতুন বছরের মার্চ মাসে বড় পর্দায় দ্য রেড ফাইলস নিয়ে আসতে পারবো আমরা।”