বাংলা থেকে বঞ্চিত ক্ষুদিরামের বায়োপিক হলো দক্ষিনে।
বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস কে বাঙালির মনে পড়ে শুধুমাত্র অন্যকে ইর্শান্বিত হয়ে কটাক্ষ করার সময়। কাউকে স্বতঃপ্রণোদিত ভাবে কোন কিছু করতে এগিয়ে গেলেই তাকে শুনতে হয় ” বাড় খেয়ে ক্ষুদিরাম”। নির্লজ্জ বাঙালি ক্ষুদিরামের দেশহিতে আত্মত্যাগ কে এই ভাবেই বর্নণা করেন। পরাধীন ভারতবর্ষে বাংলার দামাল ছেলে ক্ষুদিরাম তখনও কৈশোর পেরিয়ে সাবালক হননি। তখন থেকেই তিনি,…