কলকাতা, ৫ এপ্রিল ২০২৫ | The Indian Chronicles প্রতিবেদন:
আগামীকাল রামনবমী। ধর্মীয় উৎসব ঘিরে শহরজুড়ে উন্মাদনার আবহ। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করতে কলকাতা পুলিশ নিচ্ছে একাধিক কড়া পদক্ষেপ। নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী, নজরদারির জন্য থাকছে ড্রোন, CCTV এবং স্পেশাল টিম।

কলকাতা পুলিশের তরফে নেওয়া প্রধান পদক্ষেপগুলি হল:
৩০০০-এর বেশি পুলিশ কর্মী ও অফিসার মোতায়েন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা ও শোভাযাত্রার রুটে।
উচ্চ-সংবেদনশীল এলাকাগুলিতে থাকবে RAF ও QRT টিম।
শোভাযাত্রা চলাকালীন ড্রোনে নজরদারি, যাতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া যায়।
প্রতিটি শোভাযাত্রার জন্য নির্ধারিত টাইম স্লট ও অনুমোদিত রুট—এ নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে পুলিশ প্রশাসন।

CCTV-র মাধ্যমে ২৪ ঘণ্টা মনিটরিং থাকবে ধর্মতলা, শ্যামবাজার, বেহালা, তিলজলা, বেলেঘাটা-সহ গুরুত্বপূর্ণ মোড়ে।
ট্র্যাফিক বিভাগ থেকেও বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে শোভাযাত্রার সময়।
লালবাজার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। কেউ যদি উসকানিমূলক পোস্ট করেন, বা ভুয়ো তথ্য ছড়ানোর চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই কিছু সন্দেহভাজন অ্যাকাউন্টের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কলকাতা পুলিশের বার্তা স্পষ্ট:
“উৎসব উদযাপন করুন, কিন্তু আইন নিজের হাতে নেবেন না। শহরের শান্তি রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নাগরিকদের প্রতি আহ্বান: কোনো রকম গুজবে কান না দিয়ে, সন্দেহজনক কিছু দেখলেই ১০০ নম্বরে জানান বা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।