এই মুহূর্তের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রনজয়। ছটপর্দা থেকে সিলভার স্ক্রিনেও তার অসাধারণ অভিনয় মন জয় করেছে আপামোর বাঙালির। কিন্তু এবার আমাদের এই প্ৰিয় অভিনেতা সামাজিক মাধ্যমে জানালেন তার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা।

সামাজিক মাধ্যমে তিনি হঠাৎ করেই একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দেখান তার শোবার ঘরে খাটের পাশে একটি গাছের টব এর মাটি ছড়িয়ে রয়েছে সাথে কাঁচের টুকরো। তিনি বলেন, বিগত প্রায় তিন চার মাস ধরে, তার অনুপস্থিতিতে তার বাড়িতে কিছু অদ্ভুত অলৌকিক কিছু ঘটনা ঘটে চলেছে। ঘরের দরজা জানলা বন্ধ, কোন দমকা হাওয়া ছাড়াই তার দেওয়ালে টাঙানো ফ্রেম করা ছবি পড়ে ভেঙে যাচ্ছে। বাড়ীর অন্দর মহলে সাজানো গাছের টব পড়ে ভেঙে যাচ্ছে। যার কোন কারণ তিনি দেখতে পাচ্ছেন না। কোন ব্যাখ্যা নেই তার কাছে।
রনজয় এও জানান, তিনি সকালে ঘুম থেকে উঠে খেয়াল করছেন তার শরীরের বেশ কিছু জায়গায় বেশ গভীর আঁচরের দাগ। কখনো পা নাড়াতেও তার অসুবিধা হচ্ছে। কেন এসব হচ্ছে তিনি এর কোন কারণ বা ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না।
এরকম হয়ে চলেছে বিগত প্রায় তিন – চার মাস ধরেই। তিনি জানান যে তিনি বাড়ী থেকে বেরোবার সময় দরজা জানলা সব ভালো করে বন্ধ করে তারপরেই বেরোন। এমনকি একদিন ঘুম থেকে উঠে দেখেন আরো একটি ফটো ফ্রেম দেয়াল থেকে পড়ে ভেঙে গেছে যার আসে পাশে কোন জানলা নেই।

তার গাড়ির ওপরেও বেশ কিছু বার এরকম আক্রমণ এর কথা উল্লেখ করেন। তখন তিনি ভেবেছিলেন হয়তো ওনাকেই লক্ষ্য করে করতে গিয়ে গাড়ির ওপরে আঘাত নেমে এসেছে।
কোন অপরাধ চক্র নাকি কোন প্রেত আত্মার কবলে অভিনেতা রনজয়??? প্রতিকার খুঁজছেন অভিনেতা রনজয় নিজেও।

আমরা অভিনেতা রণজয়ের ভিডিও টি দেখাই বিখ্যাত প্যারানরমাল রিসার্চর ডাঃ উজ্জ্বল গুপ্ত কে, জানতে চাই কি হতে পারে এই ঘটনার পিছনে।
ডাঃ উজ্জ্বল গুপ্ত, রণজয় বাবুর ভিডিও দেখে বলেন, বিগত তিন চার মাস ধরে প্রতি নিয়ত যে ঘটনা ঘটে চলেছে তা অবশ্যই কোন অপরাধ চক্রের কাজ না। কোন দুষ্কৃতী রণজয় বাবুর বাড়িতে ঢুকলে মূল্যবান জিনিস চুরি করবেন। ছবি, টব ভাঙবে না, প্রতিদিন তো নয়ই। এটা তো দুষ্কৃতী দের নেট প্র্যাকটিস এর জায়গা নয়। এবার বাকিটা কি রহস্য সেটা তদন্ত না করে বলা সম্ভব না।