টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করে তিনি ঘোষণা করলেন তাঁর “Mr. Right” কে — বলিউডের নামী স্ক্রিপ্টরাইটার সুমিত অরোড়া।


ছবির ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, “And i said YES to the plan of annoying each other and loving each other for the rest of our lives. Me and my Mr.Right are engaged” — যা স্পষ্ট ইঙ্গিত দেয়, এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে, এবং এবার জীবনের নতুন যাত্রা শুরু হতে চলেছে।
কে এই সুমিত অরোড়া?
সুমিত অরোড়া হলেন বলিউডের অন্যতম সফল সংলাপ রচয়িতা ও স্ক্রিপ্টরাইটার। তিনি শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সংলাপ লিখে তুমুল প্রশংসা কুড়িয়েছেন। তাঁর কলম থেকে উঠে এসেছে ‘স্ত্রী’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘দাহাড়’ ও ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো জনপ্রিয় স্ক্রিপ্ট ও ডায়ালগ।


২০১৭ সালে সুমিত ও ঋতাভরীর পরিচয় ঘটে তাঁদের পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘নেকেড’ এবং ‘হোয়াইট শার্ট’-এর মাধ্যমে। তখন থেকেই শুরু বন্ধুত্ব, যা পরবর্তীতে গভীর সম্পর্কে পরিণত হয়।


সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ঘোষণায় রীতিমতো উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মধ্যে। টলিউড ও বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
তবে কবে, কোথায় বিয়ের অনুষ্ঠান — সে ব্যাপারে এখনও মুখ খোলেননি এই লাভবার্ডস।