আলিপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বেড়িয়ে পড়লো শিম্পাঞ্জি।
বৈশালী মণ্ডলঃ সুত্রের খবর অনুযায়ী জানা যায়, আজ সকালে, প্রতিদিনের মতো খাঁচায় খাবার দেবার সময় কোন ভাবে একটি শিম্পাঞ্জি খাঁচার মুল দরজা খোলা পেয়ে সে খাঁচার বাইরে বেরিয়ে পরে। শিম্পাঞ্জির নাম – বুড়ি। শিম্পাঞ্জি টি বেরিয়ে চিড়িয়াখানার মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। খবর পাবার সাথে সাথেই চিড়িয়াখানা কতৃপক্ষ চিড়িয়াখানার মুল প্রবেশদ্বার বন্ধ করেদেন। যদিও ভিতরে বেশ…