প্রথা মেনে আজও দশমীর দিন বাংলার এই গ্রামে চলে কাদা ছোঁড়াছুড়ির খেলা।
বাংলায় একটি প্রবাদ আছে। বাঙালির বারো মাসে তেরো পার্বন। অর্থাৎ এক বছরের বারোটি মাসে তেরো রকমের পার্বন অনুষ্ঠিত হয় যানিয়ে বাঙালি জাতি মেতে ওঠে। কিন্তু সেই পার্বন গুলো ছাড়াও আমাদের বাংলার প্রত্যন্ত জেলায় বা গ্রামে পালিত হয়ে থাকে বেশ কিছু প্রাচীন ও প্রথাগত পার্বণ যা আমরা জানিইনা। বাংলার ইতিহাসের মধ্যে অন্যতম প্রাচিন জেলা বাঁকুড়া। যার…