ধনতেরাস কি এবং কেন পালিত হয়?
আর মাত্র কয়েকটা দিন। তারপরই দীপাবলি। সেই সঙ্গে কড়া নাড়বে ধনতেরাস। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেই ছড়িয়ে পড়েছে এই উত্সব। এই উত্সবে মূলত সোনা কেনা হয়। কিন্তু এই সোনা কেনার প্রথা প্রচলিত হল? দীপাবলী মূলত পাঁচ দিনের উত্সব। এর আর এক নাম আছে। ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। “ধন” শব্দের মানে সম্পত্তি।…