বিডন ষ্ট্রীটের ভোলানাথ দত্ত বাড়ির পুজো
তাঁরা শিবের উপাসক। তাঁদের বংশের সাথে জড়িয়ে আছে মনসামঙ্গলের চাঁদসদাগর। তাই হয়তো তাঁদের ঘরে দুর্গাও একা আসেন না, সঙ্গে আনেন সৃষ্টির আরেক শক্তি মহাদেবকে। এ রীতি বরাবর শুরু থেকেই চলে আসছে এ বাড়িতে। শুরু বলতে ১৯০৫ সাল, স্থান না কলকাতা নয় বারাণসী। তখন অর্থাৎ যে সময়ের কথা বলছি, তখন প্রায় সব বাঙালিরই দ্বিতীয় গন্তব্য ছিল…