বছরের শুরু তেই ঘুম ভাঙলো ভূমিকম্পে
আজ সকাল প্রায় ছটা চল্লিশ মিনিটে কলকাতা বাসীর ঘুম তখনও হয়তো ভাঙ্গেনি। তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা। শুধু দক্ষিণ বঙ্গে নয়, উত্তরবঙ্গে অনুভব হয়েছে প্রবল কম্পন। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। প্রায় এক মিনিট ধরে অনুভব হয় কম্পন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় প্রতিবেশী রাজ্য বিহারে ও ব্যাপক কম্পন…