”যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি, তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মাগ্রহন করেছেন”- বেফাঁস মন্তব্য মেয়র ফিরাদ হাকিমের।
দেশের ২৮ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতীয় ইতিহাসের পাতায় সংস্কৃতি ও সর্বোধর্ম সমন্বয়ের পীঠস্থান হিসাবেই পরিচিত। যেখানে আদি অনন্তকাল ধরে সব ধার্মিক অনুষ্ঠানেই জাতি ধর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গ বাসী সামিল হন ও আনন্দে মেতে ওঠেন। যা সহজেই দেখা যায় বড় দিনে অর্থাৎ ২৫শে ডিসেম্বর প্রভু যীশুর আবির্ভাব দিবসে, যখন আমরা সবাই শহরের বিভিন্ন চার্চ এ জমায়েত…