বাজার থেকে উধাও গুড় বাতাসা , নকুল দানা – ঠাকুর খাবে কি ?
গতকাল থেকেই খবরের শিরোনামে বীরভূমের বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল । বার বার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবি আই ডেকে পাঠালেও তিনি প্রতিবারই তার শারীরিক অবনতির কথা বলে ঠিক ওই দিনেই পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যান। এটা অনুব্রত বাবু একা নন , রাজ্যের শাসক গোষ্ঠীর অনেক নেতাকেই কেন্দ্রীয় তদন্ত কারী দল ডেকে পাঠালেই…