এই দেশে বছরজুড়ে বিরাজ করে ৭২টি ঋতু
পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ আচ্ছা ছোটবেলা থেকে আমরা বইয়ের পাতায় কটা ঋতু পড়েছি? ৬টা তাই তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। যদিও এখন ঋতু বৈচিত্র খুঁজতে গেলে অবশ্য ৬টা ঋতুকে আলাদা করে দেখতে পাওয়া যায়না। বছরে কমবেশি ২মাস শীত কাল আর বাকি সময়টা মোটামুটি গরমকাল। আর বর্ষা তো সারা বছর জুড়েই। বর্ষা কালে বৃষ্টির দেখা…