দক্ষিনেশ্বরে মা ভবতারিনীর দর্শনে উপচে পড়া ভীড়। লাইন শুরু বালি ব্রিজ থেকেই।।
শোনাযায়, সেই সময় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব দুরারোগ্য ব্যাধি কর্কট অর্থাৎ ক্যানসারে আক্রান্ত। তাঁর গলাতেই হয়েছিল এই ক্যৃনসার রোগের বাসা। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকার পর, ১৮৮৬ সালের ১লা জানুয়ারিতেই তিনি একটু সুস্থ বোধকরায় তাঁর শিষ্যদের সাথে নিয়ে একটু হাটতে বেরিয়েছিলেন। অনান্য গৃহশিষ্যদের মধ্যে সেদিন ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটির একটি অশ্বত্থ গাছের কাছে পৌঁছে…