কলের গান, ক্যাসেট, সিডি এখন সব অতীত। বিপন্ন সঙ্গীত জগতের ভবিষ্যৎ কি?
বর্তমান প্রজন্মের কাছে গ্রামোফোন বা কলের গান একেবারেই অচেনা। ফুরিয়ে যাচ্ছে ক্যাসেটের দিনও। সিডিরও (কমপ্যাক্ট ডিস্ক) বিদায়ের সুর। তরুণরা এখন গান শোনে মোবাইল ফোন, কম্পিউটার ও এমপি থ্রি প্লেয়ারে। জানা যায়, শব্দ সংরক্ষণের জনক টমাস আলভা এডিসন। তিনি ১৮৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি কাঠের বাক্সের ওপর চোঙা লাগানো এমন এক যন্ত্র আবিষ্কার করলেন । যার মধ্যে…