অনাথ হল পান্ডব গোয়েন্দা। প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
বৃটিশ ভারতে, ১৯৪১ সালে মধ্য হাওড়ার খুরুট ষষ্টীতলায় জন্মগ্রহন করেছিলেন বাংলার এই প্রখ্যাত সাহিত্যিক। থাকতেন হাওড়ার রামরাজা তলা এলাকায়। ছোট থেকেই ছিল ভ্রমন ও লেখালিখির প্রতি ঝোঁক তাই সেই লেখালিখি নেশা তাকে ১৯৬১ প্রথম সাফল্য এনে দেয়। আনন্দ বাজার পত্রিকার রবিবাসরীয়তে যুক্ত হন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ১৯৮১ সালে তাঁর লেখা “পান্ডব গোয়েন্দা “র জনপ্রিয়তা তাকে এনেদেয়…