মুদ্রা ডান্স ও যোগ ইনস্টিটিউটের প্রথম বার্ষিক অনুষ্ঠান
ঐতিহ্যশালী জ্ঞান মঞ্চে ২০ আগস্ট অনুষ্ঠিত হল মুদ্রা ডান্স ও যোগ ইনস্টিটিউটের প্রথম বার্ষিক অনুষ্ঠান। নাচ, কবিতা ও নাটকের মাধ্যমে উৎসব মুখর হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। এদিন মঞ্চে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি, অভিনেত্রী মাধুরীমা চক্রবর্তী, গুরু সঞ্চিতা ভট্টাচার্য, শিশির বিশ্বাস। আলো ঝলমলে এই অনুষ্ঠানে বলিউডি গানের তালের পাশাপাশি বেজে উঠলো অরিজিৎ…